Loading...
অ্যালিস মানরো
লেখকের জীবনী
অ্যালিস মানরো (Alice Munro)

এলিস মানরো কানাডার অন্টারিওর উইংহ্যামে ১০ জুলাই ১৯৩১ সালে জন্মগ্রহণ করেন। বেড়ে উঠেন সেখানেই আর পড়ালেখা করেন ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ে। তাঁর প্রকাশিত গল্প সংকলনগুলোর মধ্যে- ড্যান্স অব দ্য হ্যাপি শেডস; সামথিং আই হ্যাভ বিন মিনিং টু টেল ইউ; দ্য বেগার মেইড; দ্য মুনস অব জুপিটার; দ্য প্রোগ্রেস অব লাভ; ফ্রেন্ড অব মাই ইয়োথ; ওপেন সিক্রেটস; সিলেকটেড স্টোরিজ; দ্য লাভ অব এ গুড ওম্যান; এবং হেটসশিপ, ফ্রেন্ডশিপ, কোর্টশিপ, লাভসশিপ, ম্যারিজ উল্লেখযোগ্য। উপন্যাসের মধ্যে রয়েছে, লাইভস অব গার্লস অ্যান্ড ওম্যান। তার অসাধারণ লেখক জীবনে তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। ১৯৬৮, ১৯৭৮ ও ১৯৮৬ সালে মোট তিনবার তিনি কানাডার রাষ্ট্রিয় সাহিত্য পুরস্কার গভর্ণর জেনারেল এওয়ার্ড, ১৯৯৮ ও ২০০৪ সালে গীলার প্রাইজ এবং ২০০৯ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ এবং ২০১৩ সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন। ছোট গল্পের জন্য তিনি পেয়েছেন রি পুরস্কার, লানান সাহিত্য পুরস্কার, ইংল্যান্ডের ডাব্লিউ এইচ স্মিথ বুক পুরস্কার এবং ইউনাইটেড স্টেটস ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল পুরস্কার। নিউ ইয়র্কার, দ্য আটলান্টিক মান্থলি, দ্য প্যারিস রিভিউ ইত্যাদি বিখ্যাত পত্রিকায় তার গল্প নিয়মিত প্রকাশিত হয়েছে, এবং তাঁর গল্প বিশ্বের অনেক ভাষায় অনূদিত হয়েছে। এলিস মানরো এবং তার স্বামী কানাডার অন্টারিও, ক্লিনটন, লেক হুরন আর বৃটিশ কলাম্বিয়ার কোমোক্স অঞ্চলের বিভিন্ন জায়গায় বসবাস করে জীবন কাটাচ্ছেন।