Loading...
হাবীবাহ্‌ নাসরীন
লেখকের জীবনী
হাবীবাহ্‌ নাসরীন (Habibah Nasrin)

হাবীবাহ্ নাসরীন। জন্ম সেপ্টেম্বর ২১, ১৯৯১, পিরােজপুরে। বাবা অধ্যাপক মাে, সিদ্দিকুর রহমান। মা আনােয়ারা বেগম। লেখালেখির শুরু ১৯৯৭ সাল থেকে। আইনে স্নাতক। পেশায় সাংবাদিক। মানুষের ভালােবাসা ছাড়া আর কোনাে অর্জন নেই, প্রত্যাশাও নেই। প্রকাশিত গ্রন্থ- কবিতা আমার মেয়ে (কাব্য, ২০১৬), তুমি আছাে, তুমি নেই (উপন্যাস, ২০১৭) ও টুম্পা ও তার বিড়ালছানা (শিশুতােষ গল্পগ্রন্থ, ২০১৭)। পেয়েছেন সিএনসি সাহিত্য প্রণােদনা পুরস্কার-২০১৭।