রকিবুল ইসলাম। শিশুসাহিত্যিক। পিতা- মো. আব্দুল আজিজ এবং মা- মোছা. রোকসানা বেগম। ১৮ জুন, ১৯৮৫ নাটোর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে জন্ম। ছোটবেলা থেকেই লেখালেখি শুরু। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় তার প্রথম ছড়া প্রকাশিত হয়। বাংলাদেশের সকল জাতীয় দৈনিকে এবং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন লিটল ম্যাগাজিনে তার লেখা নিয়মিত প্রকাশিত হচ্ছে। সরকারি তিতুমীর কলেজ, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। বর্তমানে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তার প্রকাশিত বইসমূহ : সাহসী রিমা (২০১৬, রুম টু রিড বাংলাদেশ), বিড়ালছানা কিটকি (২০১৮, সাহিত্যদেশ), ব্যাঙের ছাতা (২০১৮, কালান্তর), খোকার ছড়া খুকুর ছড়া (২০১৮, কালান্তর, সম্পাদনা), আমি কাকতাড়–য়া (২০২০, শিশু গ্রন্থকুটির), ফুটবল গুড বল (২০২০, শিশু গ্রন্থকুটির), রং-পেনসিল (২০২০, রুম টু রিড বাংলাদেশ)। শিশুসাহিত্যিক রকিবুল ইসলাম সম্পাদনা করছেন ছোটদের ছোট কাগজ- ফুলকি। ছড়া লিখে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন।