Loading...
সাদমান সাঈদ চৌধুরী
লেখকের জীবনী
সাদমান সাঈদ চৌধুরী (Sadman Saeed Chowdhury)

পিতা' আবু সাঈদ চৌধুরী, মাতা' কামরুন নাহার। জন্মস্থান চট্টগ্রাম। জন্ম ২রা জুন। পৈত্রিক নিবাস চট্টগ্রামের রাউজান উপজেলায়। বেড়ে উঠেছেন বন্দর নগরীর হালিশহরে। সাদমান সাঈদ চৌধুরী মূলত লিখতে ভালােবাসেন। ছােটগল্প, বড়গল্প, কবিতা কিংবা কাপলেট, সবকিছুতেই স্বাচ্ছন্দ্যবােধ করেন তিনি। তার মতে তিনি হলেন একজন লেখার মানুষ। যিনি লিখে যেতে চান সবসময়। তার 'ভেতরে থাকা গল্পগুলাে জানাতে চান পাঠকদের। "রুবি হাইস্ট” লেখকের স্টিফেন সিরিজের প্রথম রহস্যোপন্যাস। এটি তার প্রথম গ্রন্থ। লেখকের মতে তার বর্তমানে প্রধান পরিচয় হলাে তিনি এই বইটির লেখক। তিনি মনে করেন হয়তাে কোনাে একদিন নানান প্রাপ্তিতে সয়লাব হয়ে উঠবে তার এই লেখক পরিচিতি। সেই অব্দি অপেক্ষা।

সাদমান সাঈদ চৌধুরী এর বইসমূহ