Loading...
নাজমুন নাহার আলম
লেখকের জীবনী
নাজমুন নাহার আলম (Najmun Nahar Alom)

ডাক্তার নাজমুন নাহার আলমের জন্ম খুলনা বিভাগের বাগেরহাট জেলার শরনখােলা উপজেলার রায়েন্দা গ্রামে। পিতা মােহাম্মদ আলমগীর তালুকদার এবং মা শামসুন নাহার পড়াশুনা করেছেন মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল এণ্ড কলেজ ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা শাস্ত্রে এমবিবিএস সম্পন্ন করার পর তিনি বিএসএমএমইউ থেকে এমফিল সম্পন্ন করেন। বর্তমানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত থাকলেও শিল্প-সাহিত্যের প্রতি তার যথেষ্ট আগ্রহ রয়েছে। তিনি শিশুদের জন্য বেশ কয়েকটি বই অনুবাদ করেছেন। বইগুলাে হলাে: ডেনমার্কের রাজকুমারী মার্থা লুইস-এর রূপকথার বই রাজা রানিরা কেন মুকুট পড়ে না, সাহিত্যে নােবেল পুরস্কার বিজয়ী পর্তুগীজ লেখক হােসে সারামাগাের শিশুতােষ গ্রন্থ পৃথিবীর বৃহত্তম ফুল, রিণা সিং ও ফরিদা জামান-এর আগ্রার বােকা মানুষগুলাে ছাড়াও বেশ কয়েকটি। তার সবগুলাে বই বেশ পাঠকপ্রিয়তা পয়েছে। তিনি এক মেয়ে এক ছেলের জননী।