Loading...
বরিস পাস্তেরনাক
লেখকের জীবনী
বরিস পাস্তেরনাক (Boris pastarnak)

বরিস পাস্তেরনাক। জন্ম মস্কোতে, ১০ ফেব্রুয়ারি ১৮৯০। পশ্চিমা ইংরেজিসাহিত্যে তথা বিশ্বসাহিত্যে তাঁর বিখ্যাত উপন্যাস ডক্টর জিভাগাে’র জন্য তিনি খুবই সুপরিচিত । লেখালেখির পঁচিশ বছর পর তিনি ‘ডক্টর জিভাগাে' রচনা করেন । তাঁর এই রচনা শুধু বিখ্যাত রচনাই নয়, বিশ্বসাহিত্যের এক উজ্জ্বল রত্ন । তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘টুইন ইন দ্য ক্লাউডস' ১৯১৪ সালে প্রকাশিত হয়। সবধরনের লেখাই তিনি লিখেছেন । অনুবাদ করেছেন শেক্সপীয়র, গ্যেটে, শেলী, পল ভেলেইন ও শিলারের কবিতা ও নাটক । পাস্তেরনাক ডক্টর জিভাগাে' রচনার একবছর পর নােবেল পুরস্কারে ভূষিত হন। কিন্তু রাশিয়ানরা উপন্যাসের স্বাদ নিতে পারেনি বলে তিনি পুরস্কার প্রত্যাখান করেন। পাস্তেরনাকের মৃত্যুর পরে ১৯৮৯ সালে, স্টকহােমে এক অনুষ্ঠানে পিতার পক্ষে নােবেল গ্রহণ করেন তাঁর পুত্র । তাঁর প্রকাশিত গ্রন্থাবলির মধ্যে রয়েছে মাই সিস্টার লাইফ (১৯২২), থিমস অ্যান্ড ভ্যারিয়েশনস (১৯২৩), স্পেক্টরস্কি (১৯৩২), ডক্টর জিভাগাে (১৯৫৭) উল্লেখযােগ্য। পাস্তেরনাকের উপন্যাস মানেই নিছক জীবনের বর্ণনা নয়, যেন মানবসত্তার তুলনাহীনতার প্রকাশ । বরিস পাস্তেরনাক ৩০ মে ১৯৬০ সালে ৭০ বছর বয়সে সমাজতান্ত্রিক রাশিয়ার পেরিডেলকিনােয় মৃত্যুবরণ করেন।