Loading...
হালিম দাদ খান
লেখকের জীবনী
হালিম দাদ খান (Halim Dad Khan)

হালিম দাদ খান কিশােরগঞ্জ জেলার হাওর অঞ্চলের ইটনা থানার শিমুলবাঁক গ্রামে ১৯৫৫ খ্রিস্টাব্দের ৭ মার্চ জন্মগ্রহণ করেন। রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জনের পর কলেজে শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবনের শুরু। পাঠ্যবিষয় হিসেবে অধ্যয়নের সাথে সাথে ছাত্রজীবনে তিনি জড়িত ছিলেন রাজনৈতিক কর্মকাণ্ডেও। এখনও তিনি খোঁজ রাখেন সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির, ভাবেন রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে। বাংলাদেশের রাজনীতি ১৯৭২-১৯৭৫ তাঁর দ্বিতীয় গ্রন্থ। পাঠক-সমাদৃত হলে ১৯৭৫পরবর্তীকাল নিয়েও কয়েকটি খণ্ড রচনার পরিকল্পনা তার রয়েছে।