Loading...
সেলিনা আক্তার
লেখকের জীবনী
সেলিনা আক্তার (Salina Akter)

ডা. সেলিনা আক্তার। জন্ম ৩১ ডিসেম্বর; নরসিংদী জেলার মেয়ে হলেও জন্ম তার কিশােরগঞ্জ জেলায়। তিনি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে বিশেষ কৃতিত্বের সাথে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ক্যাডেট কলেজে তিনি লেখাপড়া ও অন্যান্য বিষয়ে পারদর্শী হবার সুবাদে কলেজ ক্যাপেটনের দায়িত্বপ্রাপ্ত হন এবং এই দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য বিশেষ পদকে ভূষিত হন। ক্যাডেট কলেজের গণ্ডি ছেড়ে তিনি চিকিৎসাশাস্ত্র অধ্যয়নের জন্য ভর্তি হন জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল-এ; ১৯৯৭ সালে তিনি কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করেন। ২০০৫ সালের জানুয়রি মাসে তিনি স্ত্রী ও ধাত্রী বিদ্যায় বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান, বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জন’স থেকে রয়েল ডিগ্রী, এফসিপিএস লাভ করেন। পরবর্তীতে তিনি ২০১০ সালে ল্যাপারস্কপিক সার্জারিতে বিশেষ প্রশিক্ষণ নেবার জন্য বিভিন্ন দেশে যান এবং এসােসিয়েশন অফ ওয়ার্ল্ড ল্যাপারস্কপিক সার্জন’স কর্তৃক ল্যাপারস্কপির ওপর সম্মানসূচক ডিপ্লোমা ও ফেলােশিপ ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে তিনি ঢাকা মেডিকেল কলেজ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি ও এ্যাপােলাে হাসপাতাল-ঢাকাতে বিভিন্ন মেয়াদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের। গাইনী বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন । পাশাপাশি প্রেসক্রিপশন পয়েন্ট, বনানী এবং ইউনাইটেড হাসপাতাল, গুলশান-এ গাইনীর কনসালটেন্ট হিসেবে নিয়মিত রােগী দেখছেন।