Loading...
মেজবাহ উদ্দিন
লেখকের জীবনী
মেজবাহ উদ্দিন (Mejbah Uddin)

অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী মোর্শেদ ফেনী জেলা আইনজীবী সমিতির একজন প্রতিষ্ঠিত আইনজীবী। তিনি ১৯৭১ সালের ৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের সোনাপুর গ্রামে। তার পিতা মরহুম আলতাফ হোসেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। মাতা ফিরোজা বেগম একজন গৃহিণী ও রতœগর্ভা মাতা। আইন পেশার পাশাপাশি লেখক বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। মওলানা আবদুল হামিদ খান ভাসানী স্মৃতি সংসদ, ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক, গভর্ন্যান্স অ্যাসোসিয়েশন, ফেনীর সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং ফেনী জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি রোগী কল্যাণ সমিতি, ফেনী; ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, ফেনী; আঞ্জুমান মুফিদুল ইসলামের আজীবন সদস্য হিসেবে কাজ করছেন। তিনি নিয়মিত দৈনিক ফেনীর সময়সহ অন্যান্য পত্রিকায় কলাম লেখেন। তিনি সিভিল আইনজীবী হিসেবে অত্যন্ত সুনামের সাথে পেশায় নিয়োজিত আছেন।