Loading...
আব্দুল হক
লেখকের জীবনী
আব্দুল হক (Abdul Haaque)

পিতা ও মাতা-মরহুম সুজাত আলী প্রধানীয়া ও মরহুমা রাহেলা খাতুন। জন্ম ১২-৫-১৯৫৩ ইং, তৎসংঙ্গে আরাে দুবছর যােগ করে পড়লে জন্মসাল কাউকে পরিহাস করবেনা। জন্মস্থান, গ্রাম ও পােস্টমনােহরপুর, উপজেলা-কচুয়া, জেলাচাঁদপুর। আমি পিতা-মাতার একমাত্র সন্তান। ১৯৭৫ ইংজেীতে ‘চাঁদপুর সরকারী কলেজ হতে বি.এ পাস করি এবং পরবর্তীতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে এম.এ ডিগ্রী অর্জন করি। ছাত্র জীবন থেকেই লেখার প্রতি আগ্রহ ছিল, ওতে বাড়তি কথা নেই। উপন্যাস লেখায় হাতপড়ে বৎসর ২ কেজি হতে।

আব্দুল হক এর বইসমূহ