Loading...
নুরুন্নবী চৌধুরী হাছিব
লেখকের জীবনী
নুরুন্নবী চৌধুরী হাছিব (Nurunnaby Chowdhury Hasive)

নুরুন্নবী চৌধুরী জন্ম: ১৩ এপ্রিল, চাঁদপুর। পুরো নাম নুরুন্নবী চৌধুরী (হাছিব)। বাবা শরীফুল আলম চৌধুরী আর মা হাছিনা আলম। লেখালেখির প্রতি আগ্রহের শুরুটা ছোটবেলায়। আর লেখালেখির প্রতি আগ্রহের হাতেখড়িও শিশুদের জন্য প্রকাশিত পাতায় লেখালেখির মাধ্যমে। ছােটবেলার শখটিকেই একসময় নেশা, পেশার সঙ্গে যুক্ত করে এগিয়ে চলেছেন। শৈশব কেটেছে গ্রামে। ঢাকায় পড়াশোনাকালীনই লেখালেখির সঙ্গে জড়িত জাতীয় দৈনিক পত্রিকার সাথে। দীর্ঘ সময় কাজ করেছেন দেশের শীর্ষ একটি দৈনিকে। প্রযুক্তির প্রতি ভালো লাগা থাকায় কাজ করছেন অনলাইন গণমাধ্যমেও। এখনো লেখালেখি করে যাচ্ছেন নিজের আনন্দে। ঘোরাঘুরি করতে পছন্দ করেন আর প্রযুক্তির প্রতি রয়েছে বেশ আগ্রহ। লেখালেখি ছাড়াও জড়িত নানা ধরনের স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, গণিত অলিম্পিয়াড, সেন্টার ফর ওপেন নলেজসহ বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছেন।