Loading...
শায়লা রহমান তিথি
লেখকের জীবনী
শায়লা রহমান তিথি (Shayla Rahman Tithi)

তিনি ১৯৮২ সালের ৮ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেছেন। পৈত্রিক বাড়ি মুন্সিগঞ্জ। স্বনামধন্য ক্রীড়াব্যক্তিত্ব মো. আনিসুর রহমান ও মমতা রহমানের প্রথম সন্তান তিনি। ছোটবেলা থেকে খেলাঘরের সাথে যুক্ত ছিলেন। তখন থেকেই লেখালেখির শুরু। রাজনীতি বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর কয়েকটি বেসরকারি সংস্থায় কাজ করেছেন। বর্তমানে লেখালেখির পাশাপাশি ছোটদের মাসিক কাগজ ‘ঝুমঝুমি’ সম্পাদনা করছেন। তার অন্যান্য প্রকাশনার মধ্যে রয়েছে কবিতার বই ‘আলো আঁধারির চাদর’ ‘স্পর্শে জাগে সভ্যতা’, ‘রঙে রঙিন ছড়া’ ও ‘পতনের শব্দ’ ‘ডিলেরাম ও ড্যাম্পায়ার’ ‘হিংসার পরিণাম’। ছড়া কবিতা গল্প উপন্যাস সব ক্ষেত্রেই তাঁর রয়েছে সমান বিচরণ। তিনি প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঝুমঝুমি’র কর্ণধার’।