Loading...
ড. এম. আবদুল আলীম
লেখকের জীবনী
ড. এম. আবদুল আলীম (Dr. M. Abdul Alim)

ড. এম আবদুল আলীম ইতিহাস-ঐতিহ্যসন্ধানী গবেষক। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ বিশের অধিক। উল্লেখযােগ্য গ্রন্থগুলাে হলাে : ‘ভাষা-আন্দোলন-কোষ, ‘বঙ্গবন্ধু ও ভাষা-আন্দোলন’, ‘ভাষাসংগ্রামী ড. মুহম্মদ শহীদুল্লাহ্’, ‘ভাষাসংগ্রামী এমএ ওয়াদুদ’, ‘পাবনায় ভাষা-আন্দোলন’, ‘সিরাজগঞ্জে ভাষা-আন্দোলন, ‘ভাষা-আন্দোলনে ছাত্রলীগ : কতিপয় দলিল', ‘ত্রিশােত্তর বাংলা কাব্যে বিচ্ছিন্নতার রূপায়ণ, সবুজপত্র ও আধুনিক বাংলা সাহিত্য', রবীন্দ্রনাথ উত্তর-আধুনিকতা ও বাংলা ভাষার বিশ্বায়ন’, ‘বাংলা বানান ও উচ্চারণবিধি’ প্রভৃতি। গবেষণার স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার (২০১৪)। তাঁর জন্ম পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রামে। জন্মতারিখ ১ ডিসেম্বর ১৯৭৬। পিতা মাে, আব্দুল কুদ্স, মাতা জাহানারা বেগম। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। স্নাতকে (সম্মান) প্রথম স্থান এবং স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। বিসিএস (শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা হিসেবে। চাকরি করেছেন ঢাকা কলেজসহ দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কর্মরত। এই বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর স্ত্রী শবনম মােস্তারী খানম (প্রীতি), পুত্র সাদমান আলীম (নিঝর), কন্যা সম্প্রীতি আলীম (নিষ্ঠা)।।