Loading...
ড. এম হাসান শহীদ
লেখকের জীবনী
ড. এম হাসান শহীদ (Dr. M Hasan Sohid)

ড. এম হাসান শহীদ কুইনমেরি ইউনিভার্সিটি অব লন্ডন, ইউকে-এর রােবটিক্স বিষয়ের লেকচারার।। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স দিয়ে রােবটের হাত নিয়ন্ত্রণের উপর গবেষণা করে তিনি শেফিল্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। বরিশাল ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় তিনি যশাের বাের্ডের সম্মিলিত মেধা তালিকায় ৩য় স্থান দখল করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট থেকে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন এবং ডিপার্টমেন্টের লেকচারার হিসাবে যােগ দেন। পরবর্তীতে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে পিএইচডি গবেষণার জন্যে ইউকে যান। ছাত্রজীবন থেকে দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি বিজ্ঞান বিষয়ে লেখালেখি করে আসছেন। লেখালেখির জন্য তিনি ইউএনএফপিএ থেকে দুবার, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে এবং কমিটমেন্ট (এনজিও) থেকে একবার করে পুরস্কৃত হয়েছেন।