Loading...
ড. আবুল কাশেম চৌধুরী
লেখকের জীবনী
ড. আবুল কাশেম চৌধুরী (Dr. Abul Kashem Chowdhury)

ড. আবুল কাশেম চৌধুরীর জন্ম নওগাঁ জেলার চক্-আতিথা গ্রামে ১৯৩৩ সালে। প্রথম থেকে শেষ পর্যন্ত একজন কৃতী ছাত্রের পরিচয় দিলেও পাকিস্তান আমলে প্রগতিশীল ছাত্র ও যুব আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাঁকে রাজশাহী সরকারি কলেজ থেকে প্রথমে বহিষ্কৃত করা হয়, পরে পাকিস্তানের কারাগারে তিন দফায় প্রায় ছয় বছর তাকে কাটাতে হয়। মুক্তি পেয়ে তিনি রাজশাহী কলেজে ভর্তি হন এবং কৃতী ছাত্রের পরিচয় অব্যাহত রাখেন। বাংলায় অনার্স এবং এমএ উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করায় তাঁকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করার সুযােগ দেওয়া হয়। পাকিস্তান সরকারের বিরূপতায় তিনি চাকুরিচ্যুত হন এবং অতঃপর দীর্ঘ আট বছর ঢাকা জগন্নাথ কলেজে অধ্যাপনা করেন। স্বাধীনতার পর ১৯৭২ সাল থেকে। একটানা বাইশ বছর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় হতে পি-এইচ.ডি ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে অনেক শিক্ষার্থী তার অধীনে গবেষণাকর্ম সম্পাদন করেছেন। এখনাে তিনি গবেষণাকর্মে নিয়ােজিত এবং পত্রিকার কলামিস্ট রূপে পরিচিত।