Loading...
জেসমিন আমিন
লেখকের জীবনী
জেসমিন আমিন (Jesmin Amin)

নারায়ণগঞ্জের এক সম্ভ্রান্ত পরিবারে জেসমিন। আমিন জন্মগ্রহণ করেন। তিনি মরহুম ফিরােজ আলী চৌধুরী এবং মরহুমা বিলকিস বানু চৌধুরানীর কন্যা। ঢাকা আনােয়ারা মুসলিম গার্লস হাইস্কুল থেকে এসএসসি, গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট গার্লস কলেজ (বর্তমান বদরুন্নেসা কলেজ) থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং এমএ করেন। স্কুলজীবনে ১৯৬৪ সালে দৈনিক পয়গামে একটি ছােটগল্প প্রকাশের মাধ্যমে লেখালেখির জগতে। পা রাখেন। প্রথমে জেসমিন চৌধুরী নামে লিখলেও ১৯৭০ সালে বিয়ের পর থেকে জেসমিন আমিন নামে পরিচিত হন। প্রায় প্রতিটি দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রপত্রিকায় লিখেছেন। প্রধানত ছােটগল্প লিখলেও ভ্রমণকাহিনী, উপন্যাস, প্রবন্ধ, ছড়া ও কবিতা লিখে থাকেন। এককভাবে তাঁর ১৮টি এবং যৌথভাবে ২০টি পুস্তক প্রকাশিত হয়েছে। তিনি শিক্ষকতা পেশায় নিয়ােজিত ছিলেন।