Loading...
নাহিদ নার্ম
লেখকের জীবনী
নাহিদ নার্ম (Nahid Nurm)

সামসময়িক আধুনকি বাংলা সাহিত্যরে উদীয়মান একজন লেখক নাহিদ নার্ম। তিনি একাধারে কবি , ঔপন্যাসকি এবং আবৃত্তিকার । জীবন থকেইে লেখা আসে তাই লেখালেখি ও জীবনকে পৃথকভাবে দেখার সুযোগ নেই। লেখকের ভাষায় “লেখার মাঝেই জীবন আর জীবনের মাঝেই লেখা।“ তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হলো - উপন্যাসঃ অন্তিমলগ্ন, মেঘের আড়ালে রোদ। গল্পঃ শেষ প্রশ্ন, একটি বাতিল নোটের গল্প। কাব্যগ্রন্থঃ "আমাকে হারাতে দিও না"। লেখকের জন্ম, যমুনা ও ধলেশ্বরী নদী বেষ্টিত টাঙ্গাইল জেলায় । শিক্ষা জীবনে মাধ্যমকি ও উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়ে ফার্মেসি বিষয়ে গ্রাজুয়েশন (বি র্ফাম) এবং পোস্ট গ্রাজুয়েশন (এম র্ফাম) করছেনে । বই পড়াটাই প্রধান শখ লেখকের,নেশাও বলা যায় । নতুন নতুন জায়গায় ভ্রমণ করাটাও লেখকের বেশ পছন্দনীয় ।