Loading...
লুবনা রহমান খেয়া
লেখকের জীবনী
লুবনা রহমান খেয়া (Lubna Rahman Kheya)

লুবনা রহমান খেয়ার জন্ম ২৬ জুলাই, ঢাকায় । আজিমপুর গার্লস হাইস্কুল, হােম ইকোনােমিক্স কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা। মূলত বিক্রমপুরের মেয়ে। এখন বসবাস করছেন আমেরিকার নিউইয়র্কে। লেখার প্রতি তেমন কোনও ঝোঁক ছিল না, পড়তেন খুব। গল্প উপন্যাস কবিতার আগ্রহী পাঠক। বিদেশে থেকে এখনও অব্যাহত আছে তার সাহিত্যপ্রেম। লেখালেখির চর্চা মাত্র শুরু করেছেন। ভবিষ্যতে তাঁর হাত দিয়ে নিশ্চয় ভালাে কিছু লেখা বেরিয়ে আসবে।