Loading...
জাহানারা হক
লেখকের জীবনী
জাহানারা হক (Jahanara Haque)

জাহানারা হক পেশায় একজন শিক্ষক ও অর্থনীতিবিদ। স্কুল জীবন কেটেছে প্রথমে কলকাতা ও পরে ঢাকার সেন্ট ফ্রান্সিস, ইডেন ও কামরুন্নেসা স্কুলে। এর পর ইডেন কলেজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম,এ করেন। এর পর যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে থিসিসসহ মাস্টার্স করেন। তিনি বাংলাদেশের ইডেন কলেজ, তীতুমীর কলেজ, চট্টগ্রাম কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ হয়ে শেষে আবার ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যক্ষ হন। সর্বশেষে সরকারী বাংলা কলেজ থেকে অবসর গ্রহণ করেন। অধ্যাপনা পেশায় ১৯৯০ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকার শিক্ষক নির্বাচিত হন। শিক্ষকতা ছাড়াও গবেষক হিসাবে তিনি বহু পেশাজীবি ও সমাজ কল্যাণমূলক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। উইমেন ফর উইমেন ও জাতীয় মহিলা কার্যক্রম প্রণয়ণ ও বাস্তবায়ন সমিতির সভাপতি ছিলেন। এছাড়া বাংলাদেশ অর্থনীতি সমিতি, বাংলাদেশ উন্নয়ন পরিষদ সহ বহু সংগঠনের তিনি আজীবন সদস্য। অর্থনীতি ও নারী উন্নয়ন বিষয়ক গবেষণা কাজে ও সমাজকর্মী হিসাবে জাহানারা হক বিশ্বের বিভিন্ন দেশে সেমিনার, কংগ্রেসে যােগদান করেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ফিলিপাইনস, নাইরােবী, ব্যাংকক, বেইজিং, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, অ্যামস্টারডাম ও প্রাগ উল্লেখযােগ্য। দেশে বিভিন্ন সংগঠন থেকে তিনি বেশ কয়েকটি সম্মাননা লাভ করেন। এর মধ্যে বেনজির আহমদ সাহিত্য সম্মাননা, হিউম্যান রাইটস রিভিউ সােসাইটি সম্মাননা, পি.কে.এস.এক. সম্মাননা (২০১৪) উল্লেখযােগ্য। শিক্ষকতা ও গবেষণা কর্মে নিয়ােজিত জাহানারা হকের। গবেষণালব্ধ প্রবন্ধ সমূহ ইংরেজী এবং বাংলা ভাষায় বহু দেশী ও বিদেশী জর্নালে প্রকাশিত হয়েছে। তার বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর মধ্যে অপরাহ্নের সংলাপ (১৯৯৬), নয়ন সম্মুখে তুমি নাই (স্মারকগ্রন্থ ১৯৯২), সৈয়দ নাজমুদ্দিন হাশেম স্মারক গ্রন্থ (২০০১), একই সূত্রে গাথা আছে লক্ষ কোটি প্রাণ (২০১৭), বােনের কাছে ভাইয়ের চিঠি (২০১৭), শিলংএ কয়েকটা দিন (২০১৭), লতিফা আকন্দ স্মারক গ্রন্থ (২০১৬), আপনজনের সাথে পত্রালাপ (২০১৯) পাঠক সমাদৃত হয়েছে। আজীবন নারী স্বাধীকার ও বিশ্ব মানবতায় বিশ্বাসী নির্যাতিত মানুষের প্রতি সহমর্মী জাহানারা হক অর্থনীতিবিদ কিংবা সাহিত্যিক হিসাবে অত্যন্ত প্রচারবিমুখ থেকেছেন। বর্তমান তিনি মালয়েশিয়াতে প্রবাস জীবন-যাপন করছেন।