Loading...
জাহানারা পারভীন
লেখকের জীবনী
জাহানারা পারভীন (Jahanara Parvin)

জন্ম ভৈরবের পঞ্চবটিতে। পৈত্রিক ভিটা কুমিল্লার লক্ষনখােলা গ্রামে উচ্চমাধ্যমিক ভৈরবে । কবিতারও শুরু । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় সম্মানসহ স্নাতকোত্তর । পেশা সাংবাদিকতা । দৈনিক ভােরের কাগজ, মুক্তকণ্ঠ, চ্যানেল ওয়ান, সিএসবি নিউজ, এটিএন নিউজ হয়ে এখন কাজ করছেন ইনডিপেনডেন্ট টিভিতে। প্রকাশিত কাব্যগ্রন্থ : নােঙরের গল্প বাঁচাচ্ছি (২০০২), দ্রিাসমগ্র (২০০৫), মা হাওয়ার সন্তান (২০০৯), জলবৈঠক (২০১০)। রিলকে নৈঃশব্দে ও নিঃসঙ্গতায় (প্রবন্ধ ২০১০)। কবিতার জন্য পেয়েছেন ছােট কাগজ কবিতা সংক্রান্তি সম্মাননা ২০০৭’, জাতীয় কবিতা পরিষদ প্রবর্তিত কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার ২০০৭, শব্দগুচ্ছ পুরস্কার ২০১১, ভারতের পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন কৃত্তিবাস পুরস্কার। একমাত্র সন্তান চর্যাপদ।