Loading...
জামসেদুর রহমান সজীব
লেখকের জীবনী
জামসেদুর রহমান সজীব (Zamsedur Rahman Sajib)

জামসেদুর রহমান সজীব এর জন্ম রাজবাড়ী জেলাশহরে। ছোটবেলা থেকেই জাতীয় পত্রিকায় লেখালেখি করেন। রাজবাড়ীতে ‘আড়ম্বর’ শিশু সংগঠনের প্রতিষ্ঠাতা। ছোটদের জন্য ‘আড়ম্বর’ নামে পত্রিকাও প্রকাশ করেন। চলচ্চিত্র নির্মাতা হিসেবেও সফল এ তরুণ সংগঠক। বেশ কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ ২০১৭’তে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে তার নির্মিত ‘বাড়ি ফেরা’ চলচ্চিত্রটি। বর্তমানে তিনি বেশ কয়েকটি জাতীয় দৈনিকে শিশুতোষ গল্প ও রম্য লিখেন। পাশাপাশি গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছেন ‘ডিজাইনার পিপলস’ শীর্ষক একটি প্রতিষ্ঠানে। পড়াশোনা করছেন ঢাকা কলেজের বাংলা বিভাগে। প্রকাশিত বই সমূহ: খান ফ্যামিলি (রম্য উপন্যাস), লাভলী অ্যান্ড্রয়েড (সায়েন্স ফিকশন গল্পগ্রন্থ)

জামসেদুর রহমান সজীব এর বইসমূহ