Loading...
জহির চৌধুরী
লেখকের জীবনী
জহির চৌধুরী (Johir Chowdhury)

পুরাে নাম আল জহিরুল ইসলাম চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর শেষ করে আইনজীবী হিসেবে পেশা জীবন শুরু করেন। যদিও বর্তমানে শিক্ষকতা পেশায় আছেন। তার প্রথম প্রকাশিত উপন্যাস ‘দিগন্তের কাছে। বিশ্ববিদ্যালয় জীবনে বিভিন্ন ম্যাগাজিন ও জাতীয়। দৈনিকে গল্প, কবিতা, ছড়া লিখতেন। উন্মাদ ম্যাগাজিনে নিয়মিত ফিচার, ছড়া লিখলেও আত্মপ্রকাশ করেন ঔপন্যাসিক হিসেবে। তার স্বপ্ন লেখালেখি নিয়েই।