Loading...
মোস্তাক শরীফ
লেখকের জীবনী
মোস্তাক শরীফ (Mostak Sharif)

জন্ম ১৯৭৪ সালে ফেনীতে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। বর্তমানে একই বিভাগের অধ্যাপক। লেখালেখির সূচনা বিশশতকের নব্বইয়ের দশকে। গল্প, উপন্যাস, অনুবাদ মিলিয়ে প্রকাশিত বই উনত্রিশটি। বাতিঘর থেকে প্রকাশিত হয়েছে ইতিহাসভিত্তিক বই ইতিহাসের মোড় ফেরা, ইতিহাসাশ্রয়ী উপন্যাস নেফারতিতি এবং দুটি অনূদিত উপন্যাস সিলভিয়া প্লাথের দ্য বেল জার ও অ্যালিস ওয়াকারের দ্য কালার পার্পল।

মোস্তাক শরীফ এর বইসমূহ