শরীফ নাফে আচ্ছাবের এর জন্ম ১৯৮৫ সালের ০৮ মে, ঢাকার মাতুলালয়ে।পৈত্রিক নিবাস নেত্রকোনায়।যদিও শৈশব-কৈশোরে বেড়ে উঠেছেন ময়মনসিংহে।স্কুল-কলেজের পাঠ শেষ করে ঢাকা কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন।তারপর জাতীয় দৈনিকে কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে একটি বেসরকারি ব্যাংকে যোগদান করেন।তিনি একইসাথে ছড়া,কবিতা,ছোট গল্প, উপন্যাস,প্রবন্ধ ও অর্থনীতির মতো বিষয় নিয়ে লিখেছেন।এসবের পাশাপাশি ইতিমধ্যে একজন সফল অনুবাদ হিসেবেও পরিচিতি লাভ করেছেন।লেখালেখির সুবাদে ছাত্রজীবন থেকেই স্থানীয়,জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।যদিও পেশায় তিনি ব্যাংকার পাশাপাশি একজন গল্পেরও মানুষ। আর সেজন্য সবকিছুর পরও তার কাছে লেখালেখিই প্রাদান্য পেয়েছে।তার প্রকাশিত বইগুলোর মধ্যে 'এবং-৭১','মেঘ বলে চৈত্রে যাব','তাসেরঘর','নীরার অসুখ','এই রিক্সা এই' ইত্যাদি বই সমূহ, যা বেশ পাঠকপ্রিয়তা লাভ করেছে।