Loading...
চৌধুরী আহসান
লেখকের জীবনী
চৌধুরী আহসান (Chowdhury Ahosan)

চৌধুরী আহসান পেশায় চিকিৎসক। জন্ম জয়পুরহাটের জামালগঞ্জে। শৈশব-কৈশাের কেটেছে খুলনায় ছিলেন। সেন্ট যােসেফ হাইস্কুল, খুলনা; ঝিনাইদহ ক্যাডেট কলেজ ও রাজশাহী মেডিক্যাল কলেজের ছাত্র। ডাক্তারী পাশ করে আর্মি মেডিক্যাল কোরে ক্যাপ্টেন = হিসেবে যােগদান করেন। যাযাবরের মতাে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঘুরে বেড়িয়েছেন। খুব কাছ হতে দেখেছেন সমাজের সর্বস্তরের মানুষদের। আর্মিতে থাকাকালীন দীর্ঘসময় কাটিয়েছেন পার্বত্য চট্টগ্রামে। দেখেছেন শান্তি বাহিনীর বিদ্রোহ, পার্বত্য নিরীহ আদিবাসী জনতার উপর সশস্ত্র বাহিনীর নিগ্রহ, লােভী মানুষের পার্বত্য অঞ্চলের সম্পদ লুণ্ঠন; যা আজও তাকে ব্যথিত করে। এতােকিছু ছাপিয়ে পার্বত্য অঞ্চলের অপার নিখুঁত সৌন্দর্য লেখকের হৃদয় জুড়ে আছে। আর্মির শৃঙ্খলিত জীবনে কখনই বলতে পারেননি অনেক না বলা কথা । অবশেষে চাকরি ছেড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বর্তমানে লেখক ক্লিনিক্যাল সাইকোলজীর উপর এম.এস, পিএইচডি শেষে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিনেসােটায় সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট হিসাবে কর্মরত আছেন। দেশ হতে বহু দূরে থাকলেও কখনই ভুলেননি তার দেশ, আপন ভুবন ও আপন ভুবনের মানুষদের। চৌধুরী আহসান ইতিমধ্যেই তার প্রকাশিত বইয়ের মাধ্যমে সাহিত্যাঙ্গনে নিজস্ব ধারা সৃষ্টি করেছেন। “সম্মানিত পাঠকবৃন্দ, লেখকের সাথে যােগাযােগ করুন। জানান আপনাদের মূল্যবান মতামত।”

চৌধুরী আহসান এর বইসমূহ