Loading...
গৌরাঙ্গ মোহান্ত
লেখকের জীবনী
গৌরাঙ্গ মোহান্ত (Gauranga Mohanta)

কবি, গবেষক ও অনুবাদক ড. গৌরাঙ্গ মোহান্ত ১৯৬২ সালের ৭ জানুয়ারি লালমনিরহাট জেলার অন্তর্গত লালমনিরহাট সদর উপজেলার দেউতি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। গৌরাঙ্গ মোহান্ত শৈশব ও কৈশোর কাটিয়েছেন লালমনিরহাট জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ১৯৮৩ সালে অনার্সসহ বি এ ও ১৯৮৪ সালে এম এ পাশ করেন। তিনি ভারতের দার্জিলিং এর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে ২০০১ সালে ইংরেজি সাহিত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি অভিসন্দর্ভের বিষয় ‘Robert Frost: A Critical Study in Major Images and Symbols’। গৌরাঙ্গ মোহান্ত প্রধানত কবিতা, প্রবন্ধ ও অনুবাদকর্মের মধ্যে শৈল্পিক অনুভব সঞ্চারের পথ খোঁজেন। ‘আধিপ্রান্তরজুড়ে ছায়াশরীর’ (২০০৯) তাঁর প্রথম কাব্য, দ্বিতীয় কাব্য ‘শূন্যতা ও পালক প্রবাহ’ (২০১২)। তাঁর কাব্য ‘ট্রোগনের গান’, নির্বাচিত কবিতাগ্রন্থ ‘জলময়ূরের শতপালক’, চীনা ট্যাং যুগের কবিতার অনুবাদ গ্রন্থ ‘ঝলকে ওঠা স্বপ্নডাঙা’ (২০১৬), প্রমগè কবিতাবলি (২০১৭) ও নির্বাচিত কবিতার অনুবাদ গ্রন্থ “ÒA Green Dove in Silence” (২০১৮) নয়াদিল্লি থেকে সালে প্রকাশিত হয়। তাঁর প্রণিধান যোগ্য গবেষণা গ্রন্থ 'Robert Frost: A Critical Study in Major Images and Symbols' ২০০৯ সালে প্রকাশিত হয়। তাঁর উল্লেখযোগ্য সম্পাদিত গ্রন্থসমূহ- ‘বেগম রোকেয়া স্মারকগ্রন্থ’ (যৌথ, ২০০৫) ও ‘পুথি রহিব নিশানী: হেয়াত মামুদ’ (যৌথ, ২০০৬)। কর্মসূত্রে তিনি সরকারি চাকুরে; বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন উচ্চ শিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত, দুসন্তানের জনক। সাহিত্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে গৌরাঙ্গ মোহান্ত দেশি ও বিদেশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত। কবি গৌরাঙ্গ মোহান্ত তাঁর সৃষ্টি কর্মে অকপট উচ্চারণের ব্যঞ্জনায় নিয়ত ঘটাতে চান সত্তার বিশুদ্ধায়ন। গভীরতর শিল্প সৃষ্টির ভেতর দিয়ে তিনি প্রকাশ করতে চান জীবন সত্য।