Loading...
গাজী শরিফুল হাসান
লেখকের জীবনী
গাজী শরিফুল হাসান (Gazi Shariful Hasan)

উত্তরবঙ্গের যমুনা বিধৌত সিরাজগঞ্জ শহরে গাজী শরিফুল হাসান রিপন এর জন্ম। সেখানেই তাঁর বেড়ে ওঠা। স্কুল কলেজের গন্ডি পেরিয়ে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। পড়ালেখার পাঠ চুকিয়ে দেশ সেবার ব্রত নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস এ যোগ দেন ২০১০ সালে। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের ‘ইউনিভার্সিটি অব বার্মিংহাম' থেকে ইন্ট্যারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। বার্মিংহামে থাকাকালীন সময়ে তাঁর সঞ্চিত বাস্তব অভিজ্ঞতা তিনি তাঁর লেখনির মাধ্যমে পাঠকের সামনে তুলে ধরেছেন। তাঁর বাবা বীর মুক্তিযোদ্ধা গাজী লুৎফর রহমান অরুণ ১৯৭১ সালে সেনাবাহিনীর সিগন্যাল কোরের একজন সদস্য হিসেবে পশ্চিম পাকিস্থানের কোয়েটা ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। পরে কৌশলে দেশে ফিরে এসে মুক্তিযুদ্ধকালীন উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ গণবাহিনী ‘পলাশডাঙ্গা যুব শিবিরের’ ব্যাটালিয়ান কমান্ডার এবং প্রধান অস্ত্র প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ১৯৮০ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর জেলা কমান্ডারের দায়িত্ব পালন করেন। রিপনের জননী সত্তরের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের ছাত্রী ছিলেন। রিপন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রাবস্থায় থেকেই বিভিন্ন দৈনিকে ভ্রমণ বিষয়ক লেখা শুরু করেন। তাঁর সহধর্মিনী শাকেরা আহমেদ বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন সদস্য। একমাত্র সন্তান ইরতিকা হাসান অরুণিমা।

গাজী শরিফুল হাসান এর বইসমূহ