ফেনী জেলার বাসিন্দা। রাষ্ট্র বিজ্ঞান এবং আইনশাস্ত্রে স্নাতকোত্তর। প্রতিশ্রুতিশীল এই কবির স্কুল জীবন থেকে লেখালিখিতে হাতেখড়ি। পেশায় আইনজীবী এই কবি স্বভাবজাতভাবে অন্তর্মুখী। তথাপিও নিজেকে সৃজনশীলতায় মাতিয়ে রাখতে পছন্দ করেন। স্মৃতিকাতরতা কবিকে ভাবের জগত প্রসারিত করে লিখতে মন্ত্রণা দেয় প্রতিনিয়ত। রাজনীতির জটিল পাঠ না-জানা ব্যক্তিটি পেশাজীবী সংগঠনের নেতা নির্বাচিত হয়েছেন বারবার। তৃণমূল রাজনীতিতে যার অংশগ্রহণ মানুষজনকে স্বপ্ন দেখায়, আশাবাদী করে তোলে। সকলকে মন্ত্রমুগ্ধের মতো নিজের প্রতি আগ্রহী করে তোলেন সম্মোহনী শক্তিতে। পিতা-মাতার চার সন্তানের মধ্যে দ্বিতীয় কবি দুই কন্যা মুমতাযা ওয়ারিয়া ও ফাইরুজ ওয়ারিয়া এবং স্ত্রী নাসরিন সুলতানাকে নিয়েই সংসার জীবন । তাঁর প্রথম প্রকাশিত কবিতা 'স্বাধীন পতাকা' ছাপা হয় জাতীয় দৈনিক আজকের কাগজ পত্রিকায়। তিনি কবিতার পাশাপাশি বেশ কিছু আধুনিক, লোকগান, ইসলামী গান ও ছোট গল্পে সমৃদ্ধ করেছেন সাহিত্য জগতকে। পুরস্কৃত হয়েছেন রবি-এয়ারটেল বইঘর আয়োজিত পদ্ম প্রতিযোগিতায়। একাধিক গানে নিজে কন্ঠ ও সুরারোপ করেছেন। ইউটিউব, ফেসবুকসহ অনলাইন প্লাটফর্মে গানগুলো শ্রোতাপ্রিয় ও ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্রথম কবিতার বই 'আলোক নূপুর' ব্যাপকভাবে পাঠকমহলে সমাদৃত হয়। আট বছর বিরতিতে 'জল জোছনা' কাব্যগ্রন্থটি কবির দ্বিতীয় প্রয়াস। মূলত বিরহধর্মী কবিতাই এ বইটিতে প্রাধান্য পেয়েছে।