Loading...
ক্ষিতিমোহন সেন
লেখকের জীবনী
ক্ষিতিমোহন সেন (Kshitimohan Sen)

Kshitimohan Sen ক্ষিতিমোহন সেনের জন্ম ১৮৮০, কাশীতে। কাশী কুইন্স কলেজ থেকে সংস্কৃতে এম এ। কর্মজীবন শুরু চম্বারাজ্যের শিক্ষাবিভাগে। ১৯০৮ সালে রবীন্দ্রনাথের আহ্বানে ব্ৰহ্মচৰ্যাশ্রমে যোগদান, পরে বিদ্যাভবনের অধ্যক্ষ, কিছুদিন বিশ্বভারতীর অস্থায়ী উপাচাৰ্য। লোকসংগীত ও ছড়া সংগ্রহের জন্য তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ভ্ৰমণ করেছেন। কবীর, দাদু, মধ্যযুগীয় মরমিয়া সাধক এবং বাউলদের গানের সুসংবদ্ধ সংগ্ৰহ তাঁর অসামান্য কৃতিত্ব। তাঁর প্রকাশিত গ্ৰন্থঃ কবীর, ভারতীয় মধ্যযুগের সাধনার ধারা, ভারতের সংস্কৃতি, বাংলার সাধনা, জাতিভেদ, হিন্দু মুসলমানের যুক্তসাধনা, বলাকা কাব্য পরিক্রমা, বাংলার বাউল, চিন্ময় বঙ্গ, প্রাচীন ভারতে নারী, যুগগুরু রামমোহন। রবীন্দ্রনাথের ‘ওয়ান হান্ড্রেড পোয়েমস অফ কবীর’ গ্রন্থটি ক্ষিতিমোহনের কবীর-বচন সংগ্ৰহ অবলম্বনে রচিত (১৯১৪) বিশ্বভারতীর প্রথম “দেশিকোত্তম’ (১৯৫২)। মৃত্যু: ১২ মার্চ ১৯৬০৷৷ তার দৌহিত্র অর্থনীতিতে নোবেল পুরস্কারে সম্মানিত (১৯৯৮) অমর্ত্য সেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ে ল্যামন্ট ইউনিভার্সিটি অধ্যাপক। কেমব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার পদে ছিলেন ১৯৯৮–২০০৪। তাঁর সাম্প্রতিকতম গ্রন্থগুলি হল ইন্ডিয়ান’, ‘র্যাশনালিটি অ্যান্ড ফ্রিডম” এবং ‘আইডেনটিটি অ্যান্ড ভায়ো’ডেভেলপমেন্ট অ্যাড ফ্রিডম’, ‘আরগুমেন্টেটিভ ইন্ডিয়ান’, ‘র‌্যাশনালিটি অ্যান্ড ফ্রিডম’ এবং ‘আইডেনটিটি অ্যান্ড ভালোলেন্স : দি ইলিউশন অফ ডেসটিনি’। তার গ্রন্থগুলি তিরিশটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।