Loading...
অমিতা মজুমদার
লেখকের জীবনী
অমিতা মজুমদার (Omita Mojumdar)

সুসাহিত্যিক অমিতা মজুমদার | জীবনানন্দের ধানসিঁড়ির কোল ঘেঁষা এক ছোট্ট শান্ত সমৃদ্ধ গ্রাম চারুখানে ১৯৬১ সালে জন্ম। পেশাগত জীবনে একটি আর্থিক প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। প্রকাশিত একক গ্রন্থের সংখ্যা পাঁচটি | কবিতার বই কবিতায় হাতে খড়ি (২০২০) জলের ঘুঙুর (২০২২) বৃত্তবন্দি স্বপ্ন(২০২৩) | একক ছোটো গল্পের বই গন্ধরাজ ভালোবাসা(২০২১) | স্মৃতিকথা মন জানালায় কিছুক্ষণ -২০২২ সাল | এ ছাড়া বিভিন্ন সংকলন, যৌথ কাব্যগ্রন্থ, ছোটোগল্প সংকলন সহ ওপার বাংলা ও অন্যান্য দেশের বাংলা পত্রপত্রিকায় নিয়মিত লেখা হয়। ছোটগল্পে তাঁর হাত চমৎকার | চয়ন প্রকাশন এর সাথে অমিতা মজুমদারের যুগলবন্দিতে পাঠকের জন্য এবার প্রকাশিত হলো তাঁর দ্বিতীয় গল্পগ্রন্থ 'স্মৃতি বিস্মৃতির কুসুম' | মানব জীবনের নানাদিক উঠে এসেছে গল্পের আদলে | বিষয়বৈচিত্র্য ও শব্দচয়নে পারদর্শিতা দেখিয়েছেন সহজাত নৈপুণ্যে |