Loading...
জাহাঙ্গীর আলম শোভন
লেখকের জীবনী
জাহাঙ্গীর আলম শোভন (Jahangir Alam Shovon)

জাহাঙ্গীর আলম শোভন অস্টম শ্রেণী ছাত্র থাকা অবস্থায় তার লেখা জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। ছাত্রজীবন থেকে তিনি লেখালেখি, সাধারণজ্ঞান, রচনা প্রতিযোগিতা, বিতর্কসহ বিভিন্ন বিষয়ে বহু পুরষ্কার পেয়ে আসছেন। একসময় তিনি জীবনমুখী লেখনীতে মনোনিবেশ করেন। ২০১৬ সালে পায়ে হেঁটে তেঁতুলিয়া থেকে টেকনাফ ভ্রমণ করেন। ২০১৯ সালে দেশের প্রথম ই-কমার্স সামিটে তিনি দেশ সেরা ই-কমার্স কনটেন্ট রাইটার পুরষ্কার জিতেন। ২০২০ সালে পান ‘‘ই-কমার্স মুভার্স এ্যাওয়ার্ড। ২০২১ সালে ‘‘ই-বিজনেস স্কলার’’ কতৃকে ``সেরা ই-কমার্স ব্লগার’’ পুরষ্কার জিতেন। ২০২১ সালে তথ্য প্রযুক্তি ব্যবহার করে নাগরিক সেবার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় বাংলাদেশের আইসিটি খাতের সবচেয়ে বড়ো স্বীকৃতি ডিজিটাল বাংলাদেশ পুরষ্কারে ভূষিত হোন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ১০টি। তিনি ননফিকশন লিখলেও গল্পময়তা তার লেখার অন্যতম বৈশিষ্ঠ্য। অনলাইনে লেখা তার ব্লগসমূহের নিচে পাঠকের উচ্ছাসই তার প্রমাণ।

জাহাঙ্গীর আলম শোভন এর বইসমূহ