Loading...
কামরুদ্দীন আহমদ
লেখকের জীবনী
কামরুদ্দীন আহমদ (Kamruddin Ahmad)

কামরুদ্দীন আহমদ জন্ম ১৯১২ সালের ৮ সেপ্টেম্বর, মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর। একই বিশ্ববিদ্যালয় থেকে আইন পাস করেন। কর্মজীবনের শুরুতে কিছুকাল ঢাকার আরমানিটোলা স্কুলে শিক্ষকতা করেন। পরে আইন পেশায় যােগ দেন। তাঁর রাজনৈতিক জীবনের সূচনা পাকিস্তান আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে। পাকিস্তান প্রতিষ্ঠার পর গণআজাদী লীগ গঠনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেন। ভাষা আন্দোলনের সময় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের অন্যতম সদস্য ছিলেন। ১৯৫৪ সালে আওয়ামী লীগে যােগ দেন ও পরের বছর দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৫৭ থেকে ১৯৬১ সাল পর্যন্ত প্রথমে কলকাতায় পাকিস্তানে হাইকমিশনার ও পরে বার্মায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। শ্রমিক আন্দোলনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সরকার তাঁকে কারাবন্দী করে রাখে। তার স্মৃতিকথা ও অন্যান্য গ্রন্থ এ দেশের সামাজিক-রাজনৈতিক ইতিহাসচর্চার মূল্যবান উপকরণ হিসেবে বিবেচিত হয়। ১৯৮২ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকায় তিনি মৃত্যুবরণ করেন।