Loading...
কাজী কাওছার সুইট
লেখকের জীবনী
কাজী কাওছার সুইট (Kazi Kawsar Sweet)

জন্ম ফরিদপুর জেলার মধুখালি উপজেলার সবুজে ঘেরা খোদাবাসপুর গ্রামে। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা ছেলেটি বাবা-মা এর প্রথম সন্তান। ছোট বয়সে দেখতে অনেক সুন্দর এবং নাদুস নুদুস হওয়ায় বাবা-মা আদর করে সুইট বলে ডাকতেন। সেই থেকে শুরু, এখন সুইট নামেই বেশি পরিচিত। তিন ভাই আর মাকে নিয়ে সুখের সংসার। তবে ২০১৪ সালে বাবার আকস্মিক মৃত্যু পরিবারের সেই সুখে কষ্টের ছায়া এঁকে দিয়ে গেছে। গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর পাশের গ্রামের হাইস্কুল থেকে মাধ্যমিক, উপজেলা সদরের সরকারি আইনউদ্দিন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং সব শেষে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ থেকে বাংলা বিষয়ে অনার্স এবং মাস্টার্স পাস করেন। কম্পিউটার এবং স্পোকেন ইংলিশ এর প্রশিক্ষণ পেশার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এরপরে কাজ করেছেন ট্রান্সপোর্ট কোম্পানী, মার্কেটিং কনসালটেন্সি, ইভেন্ট ম্যানেজমেন্ট সহ বেশকিছু প্রতিষ্ঠানে। ভালো লাগার মধ্যে রয়েছে বই পড়া, গান শোনা, গান গাওয়া, ঘুরতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, লেখালেখি, অজানা যে কোন কিছু জানা, মুভি দেখা, গভীর রাতে বারান্দায় বসে আকাশ দেখা, জোৎস্না রাতে চায়ের কাপে চুমুক দিয়ে চাঁদের আলো গায়ে মাখা সহ অনেক কিছু। বর্তমানে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান রকমারি ডটকমের বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা হিসেবে কাজ করছেন। ভবিষৎ এ বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিকে সফলতার উচ্চশিখরে দেখতে চান।