কাজী এনায়েত উল্লাহ জন্ম ৮ নভেম্বর ১৯৫৮, ঢাকার বনানীতে। বাবা কাজী আম্বর আলী এবং মা মেহের নিগারের তিনি অষ্টম সন্তান। লেখাপড়া ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং প্যারিসের সরবোন ইউনিভার্সিটিতে। কাজী এনায়েত উল্লাহ ইউরোপের একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি, ইউরোপিয়ান সংগঠন আয়েবার প্রতিষ্ঠাতা মহাসচিব এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি একজন সুবক্তা ও দক্ষ সংগঠক। তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে বিশ্বপ্রবাস (২০১৯), The Living World (২০২০), ভালোবাসার রূপান্তর (২০২০) এবং নিরুদ্দেশ (২০২২)।