ইলিশের শহর নামে খ্যাত চাঁদপুর জেলার শেখ বংশের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন, শাহজাদা সাইফুল। পিতামাতার পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। কৃতিত্বের সাথে সমাপনী শেষ করার পর ভর্তি হন ঐতিহ্যবাহী রামপুর বাজার দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসায়। ২০১০ সালে জেডিসিতে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন। আলিম ও ফাজিল কৃতিত্বের সাথে এই মাদ্রাসা থেকে সমাপ্ত করেন। তারপর তিনি দাসাদী ডি,এস,আই,এস কামিল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি কামিল (মাস্টার্স) শেষ বর্ষে হাদিসে অধ্যয়নরত আছেন এবং পাশাপাশি চাঁদপুর সরকারি কলেজে ম্যাথম্যাটিকস্ এ পড়াশোনা করছেন।