Corneye Chukovsky কর্নেই চুকোভস্কির প্রকৃত নাম নিকোলা কর্নিচোকভ (১৮৮২-১৯৬৯)। তিনি ছিলেন একজন খ্যাতিমান জার্নালিস্ট, কবি, সমালোচক, অনুবাদক এবং সাহিত্য বিশেষজ্ঞ। শিশুতোষ গল্প ও কবিতার জন্যই তিনি প্রাথমিকভাবে পরিচিত। শিশুদের জন্য গল্প ও কবিতা লেখার আগে পেশায় তিনি ছিলেন সাংবাদিক ও ভাষাবিজ্ঞানী। তিনি ত্রিশের দশকে ব্যাপক সমালোচিত হওয়ার পর (লেনিনের বিধবা স্ত্রী নাদেজদা ক্রুপসিকর নেতৃত্বে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় আরম্ভ হয়) তিনি তাঁর দৃষ্টি অনুবাদের দিকে এবং তাতে বহু ইংলিশ ও আমেরিকান লেখকের লেখার প্রতি রাশিয়ান পাঠকের দৃষ্টি ফেরান। বিশ্বে বিশেষভাবে রাশিয়ায় তাঁর সময়ে যুদ্ধোত্তরকালে তিনি কিংবদন্তিতে পরিণত হন এবং ভিন্ন মতাবলম্বীদের জন্য কর্তৃপক্ষীয় সমর্থন আদায়ে সমর্থ হন।