অপূর্ণ রুবেলের জন্ম বগুড়া জেলার ধুনট থানায়। তার সার্টিফিকেট নাম: হাবিবুল্লাহ সিদ্দিক। স্কুল পড়ার সময়ই লেখালেখির হাতেখড়ি। প্রথম লেখা প্রকাশ পেয়েছে বগুড়া থেকে প্রকাশিত পত্রিকা দৈনিক করতোয়ায়। ধুনট এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর ঢাকায় চলে আসেন। ব্যবসায় শাখায় তেজগাঁও কলেজ থেকে এইচএসসি এবং সরকারি তিতুমীর কলেজে থেকে মার্কেটিং এ অনার্স ও মাস্টার্স করেছেন । তবে পড়াশোনার ক্ষেত্র ব্যবসা বানিজ্য হলেও লেখালেখির সুবাদে জড়িয়েছেন সাংবাদিকতায়। কাজ করেছেন দেশের শীর্ষস্থানীয় সাপ্তাহিক ও দৈনিক পত্রিকায়। এ ছাড়া গল্প, ফিচার, ভ্রমন কাহিনি লিখেছেন দেশের বেশিরভাগ পত্রিকায়। ২০১০ সালে উৎস প্রকাশন থেকে প্রকাশিত হয় ছোটগল্পের বই ‘ঘন্টার হিসেবে একটি ভালো না বাসার গল্প’। ২০১৭ সালে দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয় সাপ্তাহিক ২০০০ এ প্রকাশিত নির্বাচিত ফিচার নিয়ে বই ‘বিচিত্র যত মুখ।’ প্রযত্নে হারুন ভাই’ তার তৃতীয় বই। ফেসবুকে জনপ্রিয় একটি চরিত্র হারুন ভাই। যাকে দেশ, সমাজ, পরিবার নিয়ে নানা প্রতিবাদী মন্তব্য ও নানা ধরনের সমস্যার দারুন সব সমাধান দিতে দেখা যায়। অপূর্ণ রুবেল এখন নিয়মিতভাবে নাটক লিখছেন। তার লেখা ‘সাবলেট’, ‘প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা’, ‘রঞ্জনা আমি আবার আসবো’ ‘একটি সুখবর’ নামের নাটকগুলি হয়েছে সমাৃদত ও দর্শক নন্দিত। নাটক লেখার সঙ্গে জড়িত তরুণদের নিয়ে তার ‘গল্পের বাড়ি’ নামে একটি টিমও রয়েছে। সংগঠক হিসেবে রয়েছে তার সুনাম। যুক্ত রয়েছেন ‘এক্সট্রা পিআর’ নামের একটি জনসংযোগ প্রতিষ্ঠানের সঙ্গে। মানুষের সঙ্গে পরিচিত ও বন্ধু হতে পছন্দ করেন অপূর্ণ। ভালোবাসেন দেশকে। দেশের মানুষকে। দেশের আইন ও নীতির প্রতি বরাবরই শ্রদ্ধাশীল অপূর্ণ রুবেল। টানা পাঁচ বছর নিজের মোটরবাইকে হর্ন না বাজিয়ে তিনি নিরব প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন শব্দ দূষনের বিরুদ্ধে। এসব নিয়েই একজন অপূর্ণ রুবেলের এগিয়ে চলা।