ওমর শাহ’র জন্ম কুমিল্লা জেলার ময়নামতি ইউনিয়নের ভাদুয়াপাড়া গ্রামে। ১৯৯২ সালের ১৩ সেপ্টেম্বরে। বাবা শাহ আলম এবং মা শাহানারা বেগম। তিনভাই এক বোনের মধ্যে তিনি সবার বড়। প্রাথমিক পড়াশোনা ও বেড়ে ওঠা নিজ গ্রামে। ২০০৫ সালে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষার জন্য ঢাকায় পা রাখেন। টানা আট বছর কাটিয়ে দেন শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক রহ. প্রতিষ্ঠিত দেশের স্বনামধন্য কওমি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া রাহমানিয়া আরাবিয়ায়। দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) শেষ করেছেন এ প্রতিষ্ঠান থেকেই। তারপর কর্মজীবনের পা ফেলা। শখ ও নেশা থেকে শুরু করেন সাংবাদিকতা। ২০১৪ সালে লেখালেখি ও সাংবাদিকতার মধ্যদিয়ে তার কর্মজীবন শুরু। বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে লেখালেখির পাশাপাশি তিনি বর্তমানে বাংলাদেশের একমাত্র দাওয়াহভিত্তিক অনুবাদ-ম্যাগাজিন মাসিক আরমোগানের নির্বাহী সম্পাদনার দায়িত্ব পালন করছেন। সহসম্পাদক ছিলেন নাঈমুল ইসলাম খান সম্পাদিত আমাদের সময় ডটকম ও দৈনিক আমাদের অর্থনীতি’র। দৈনিক আমাদের নতুন সময়ের ধর্মপাতা ‘ইসলামি চিন্তা’রও সম্পাদনা করেছেন। জীবনটা শুরু করেছেন লেখালেখি, সাংবাদিকতা ও সম্পাদনার মধ্যদিয়ে। লেখালেখির মাঠেই তিনি জীবনের স্বার্থকতা খোঁজেন। চেতনায় ইসলাম ও মুসলিম উম্মাহ। ভালোবাসেন প্রকৃতির সঙ্গ। ‘যে জীবন আসমানের’ তার প্রথম বই। এমন আরও বই তিনি আমাদের উপহার দেবেন এই প্রত্যাশা রাখি প্রিয় লেখকের কাছে।