Loading...
ও হেনরি
লেখকের জীবনী
ও হেনরি (O Henry)

উইলিয়াম সিডনি পাের্টার-আমেরিকান এই জনপ্রিয় কথা সাহিত্যিক তাঁর পাঠক ভক্তদের কাছে ও হেনরী নামেই সর্বাধিক পরিচিত। আমেরিকার নর্থ ক্যারােলিনা রাজ্যের গ্রিনসবরােতে ১৮৬২ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর এই জনপ্রিয় লেখকের জন্ম । প্রথাগত শিক্ষাব্যবস্থার সুযােগ লাভে বঞ্চিত ও হেনরীর জীবন ছিল বৈচিত্র্যময়। তাঁর জীবনের শেষ উক্তি ছিল, “আলােগুলাে জ্বেলে দাও, আমি অন্ধকারে আপন ঘরে যেতে চাই না।” তিনি অমর হয়ে থাকবেন তাঁর অনবদ্য ছােট সংকলন Cabbages and Kings, The Four Million, The Trimmed Lamp, Heart of the West, The Voice of the City, Roads of Destiny, Options, Strictly Business, Whirligigs, The Gentle Grafter usias জন্যে। ছ'মাস রােগ ভুগার পর ১৯১০ সালের ৫ জুন। মাত্র ৪৮ বছর বয়সে বহুমূত্র ও যকৃত পচনে মৃত্যু হয়। উইলিয়াম সিডনী পাের্টারের।