Loading...
নাজমুল ইসলাম কাসিমী
লেখকের জীবনী
নাজমুল ইসলাম কাসিমী (Nazmul Islam Qasimi)

নাজমুল ইসলাম কাসিমী। পিতা. মুহাম্মদ জুনাব আলী। মাতা. মোছা. হানিয়াম বেগম। সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপি'র নওয়ামাটি গ্রামে ১ জুন ১৯৯২ ঈ. সনে জন্ম হয় সম্ভাবনাময় প্রতিশ্রুতিশীল এ লেখকের। একজন আপাদমস্তক শুদ্ধ চেতনাবাহী 'নাজমুল ইসলাম'। কওমি ধারার সাহিত্যাঙ্গন থেকে পরিচর্যা পেয়ে যে-ক'জন তরুণ দেশের মূলধারার সাহিত্যাঙ্গনে এবং দেশের জাতীয় দৈনিকে স্বাক্ষর রেখেছেন, তিনি তাদের একজন। ভিন্ন ধারার সাহিত্যমোদিরাও তার লেখার স্বীকৃতি দিয়েছেন। রচনার স্বাতন্ত্র্যবোধ, ভাবনার বিস্তৃতি, বৈশ্বিক চিন্তার মহিমায় তিনি উদ্ভাসিত। সমাজ পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষাও প্রস্ফুটিত হয় তার ভাবনার কালিতে। গঠনমূলক, তাত্ত্বিক সূক্ষ্ম বিশ্লেষণধর্মী প্রবন্ধ, নিবন্ধ লিখছেন অনবরত। লেখকের বেশ কয়েকটি বই বাজারে এসেছে এবং পাঠকমহলে সুনাম কুড়িয়েছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হলো : বিস্ময়বালক হামমাদ সাফি, জীবন গড়ার কিছু কথা, কুসংস্কার সংশোধন, মিসকুল খিতাম, কাবার পথে ধন্য হতে, এবং ইলুমিনাতি : দ্য সিক্রেট ওয়ার্ল্ড।

নাজমুল ইসলাম কাসিমী এর বইসমূহ