Loading...
সোহেল অটল
লেখকের জীবনী
সোহেল অটল (Sohel Atol)

সাবলীল ভঙ্গিতে গদ্য লেখার বৈশিষ্ট্যই লেখক সোহেল অটল -এর প্রধান গুণ। বাংলা সাহিত্যে সমসাময়িক গল্প লেখকদের খুব কম জনের মধ্যেই এই গুণ বিদ্যমান। দীর্ঘদিন সাংবাদিকতার অভিজ্ঞতা হয়ত তার লেখাকে তথ্যবহুল হয়ে উঠতে সাহায্য করে। ‘আকবর ফিফটি নট আউট‘ বইতেও এর প্রমাণ মেলে। সোহেল অটল -এর জন্ম বাংলাদেশের মাগুরা জেলায়, ১৯৮১ সালের পহেলা ডিসেম্বর। যদিও এ দেশের কোটি মানুষের মতো তার অফিসিয়াল জন্ম তারিখ অন্যটা, ৭ ডিসেম্বর ১৯৮২। ‘প্যারানরমাল প্লট‘, ‘লুসি ও তার প্রেমিকেরা‘, ‘ছায়ামানবী‘ লেখকের পূর্ব প্রকাশিত গল্পগ্রন্থ।