Loading...
এম লোকমান গণি
লেখকের জীবনী
এম লোকমান গণি (M Lokman Gani)

মোহাম্মদ লোকমান গনি, যিনি 'এম এল গনি' নামেই বেশি পরিচিত। পেশায় কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট (আরসিআইসি)। ইমিগ্রেশন বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম এবং প্রথম আলোসহ দেশের মূলধারার পত্র-পত্রিকায় নিয়মিত কলাম লেখেন। পাশাপাশি, ছোটগল্প লিখে থাকেন। ২০১৬ খ্রিষ্টাব্দে ঢাকার একুশে গ্রন্থমেলায় পুথিনিলয় প্রকাশনী হতে প্রকাশিত হয়েছে তাঁর গল্প সংকলন 'কচি চেহারার বিড়ম্বনা।' বইটি পাঠক সমাদৃত হয়েছে। একই বছর বইটি একটি সাহিত্য পুরস্কার (দিগন্ত ধারা)-ও অর্জন করেছে। বাংলাদেশ ও কানাডার দ্বৈত নাগরিক এম এল গনি। তিনি বাংলাদেশের বুয়েট হতে সিভিল ইঞ্জিনিয়ারিং'এ স্নাতক ডিগ্রি সম্পন্ন করে কয়েকবছর দেশে সরকারি চাকুরী করেন। চাকুরীরত অবস্থায় বৃত্তি নিয়ে নেদারল্যান্ডের ইউনিভার্সিটি অব টোয়েন্টি হতে নগর পরিকল্পনায় মাস্টার্স ডিগ্রি করেন। পরবর্তীতে সপরিবারে কানাডা পাড়ি জমানোর পর সেখানকার টরন্টো বিশ্ববিদ্যালয় হতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। কানাডায় দীর্ঘদিন প্রফেশনাল ইন্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালনের পর অবশেষে তিনি কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট (আরসিআইসি) হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে তিনি কানাডাভিত্তিক কোম্পানি 'এমএলজি কানাডা ইমিগ্রেশন সার্ভিসেস' এর কর্ণধার।

এম লোকমান গণি এর বইসমূহ