Loading...
এম আমানুল্লাহ
লেখকের জীবনী
এম আমানুল্লাহ (Am Amanullah)

এম. আমানুল্লাহ জন্মগ্রহণ করেন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত জেলা সাতক্ষীরার তুজলপুর গ্রামে; ১৯৬৯ সালের ২৯ নভেম্বর। তিনি বাংলায় অনার্সসহ এম.এ ডিগ্রি লাভ করেন যথাক্রমে ১৯৯৩ ও ১৯৯৪ সালে; রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স অব ফিলােসফি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে বাংলা বিভাগে সহকারি অধ্যাপক পদে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পি-এইচ,ডি করছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সূচনা' নামক | ত্রৈমাসিক পত্রিকার সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। প্রচারবিমুখ এ মানুষটি পড়েছেন অনেক কিন্তু লিখেছেন কম; | প্রকাশ করেছেন আরাে কম। প্রগতিশীলতার দায়বদ্ধতা থেকে আরজ আলী মাতুব্বর, আহমদ শরীফ, হুমায়ুন আজাদের মনন-মনীষায় নিজেকে ঋদ্ধ করতে নিরন্তন প্রয়াস চলছে তার। একমাত্র কন্যা সুজানা আমান আবৃতাকে ঘিরে তার যতােসব ভবিষ্যৎ ভাবনা ও বিশ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সাঈদ-উর রহমান-এর ভাষায়- এম. আমানুল্লাহ ভীরু পদক্ষেপে সাহিত্য সমালােচনার জগতে প্রবেশ করেছেন, কিন্তু নিয়ে এসেছেন অনেক সম্ভাবনা ও প্রতিশ্রুতি। এই কর্মে নিষ্ঠ হলে সমালােচনার ক্ষেত্রকে তিনি ঋদ্ধ করবেন। আমরাও তা-ই মনে করি।