Loading...
এডগার স্নো
লেখকের জীবনী
এডগার স্নো (Adger Snow)

এডগার স্নাে-র জন্ম ১৯০৫ সালে, মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে। ১৯২৮ সালে বিশ্বভ্রমণে বেরিয়ে চীনের সাংহাইতে গিয়ে পৌছেন তিনি। শুরু করেন সাংবাদিকতা। চীনের অনেক বুদ্ধিজীবী ও লেখক তার বন্ধু ছিলেন, এমনকি মাদাম সান ইয়াৎ-সেনের সঙ্গেও ঘনিষ্ঠ পরিচয় ছিল তাঁর। ১৯৩২ সালে সস্ত্রীক পিকিং-এ বাস করতে শুরু করেন তিনি। দুজনেই চীনা ভাষা শিখেছিলেন। চীনের ছাত্র আন্দোলনের সঙ্গেও যােগাযােগ ছিল স্নাে-র। ১৯৩৬ সালের জুন মাসে চীনের লাল এলাকায় যান তিনি, ফিরে আসেন অক্টোবর মাসে। এই অভিজ্ঞতার ভিত্তিতেই লেখা হয় ‘রেড স্টার ওভার চায়না’- ১৯৩৭ সালে ইংল্যান্ডে প্রকাশিত হয়। বইটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্নাে ছিলেন স্যাটারডে ইভনিং পােস্ট’ পত্রিকার সহযােগী সম্পাদক এবং রণক্ষেত্রের প্রতিনিধি । দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে চীন, ভারত ও সােভিয়েত ইউনিয়ন সম্পর্কে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত হয়ে ওঠেন তিনি। স্নাে-র লেখা অন্যান্য বইগুলি হল: ফার ইস্টার্ন ফ্রন্ট, লিভিং চায়না, দ্য বাটল অফ এশিয়া, পিপল অন আওয়ার সাইড, দ্য প্যাটার্ন অফ সােভিয়েত পাওয়ার, স্তালিন মাস্ট হ্যাভ পিস, ব্ল্যানডম নােটস অন রেড চায়না, জার্নি টু দ্য বিগিনিং এবং রেড চায়না টুডে: দ্য আদার সাইড অফ দ্য রিভার। ১৯৭১ সালে মারা যান এডগার স্নাে ।।

এডগার স্নো এর বইসমূহ