Loading...
এ. এইচ. এম বজলুর রহমান
লেখকের জীবনী
এ. এইচ. এম বজলুর রহমান (A. H. M. Buzlur Rahman)

আলহাজ্ব এ.এইচ.এম. বজলুর রহমান (মন্টু) সিগন্যাল কোম্পানী কমান্ডার, সেক্টর নং ১১ এর বীর মুক্তিযােদ্ধা। পাবনা জেলার বেড়া উপজেলার শালিকা গ্রামে ১৯৫১ সালে। জন্মগ্রহণ করেন পাবনা সরকারি ওডওয়ার্ড কলেজের নির্বাচিত বার্ষিকী সম্পাদক। ছাত্রনেতা থাকাকালিন সময়ে ১৯৭১ সালে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ দূগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন সমিতি লিঃ। (মিল্কভিটা)-এর উৰ্দ্ধতন সহকারি ব্যবস্থাপক (বিপণন) হিসাবে অবসর গ্রহণ করেন। স্ত্রী ফেরদৌসী রহমান (উর্মি) গৃহিণী। দুই পুত্র সন্তানের জনক ।।

এ. এইচ. এম বজলুর রহমান এর বইসমূহ