উৎপল হাসান, বিক্রমপুরের টঙ্গিবাড়ি থানার নয়াগাঁও গ্রামে বিস্মৃত বাংলা সনের মাঘ মাসের প্রথমার্ধের বৃহস্পতিবার জন্ম। বাবা কৃষক মালেক তালুকদার, মা গৃহিণী রহিমন নেসার অতিরিক্ত আদরে বেড়া ওঠা, নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার হাতেখড়ি। আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন শেষে বালিগাঁও কুমুদিনী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি উত্তীর্ণ হবার পর হরগঙ্গা সরকারি কলেজে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক ডিগ্রি লাভ উত্তর সাংবাদিকতার সঙ্গে যুক্ত। নানা টানাপােড়েন আর দোদুল্যমান সিদ্ধান্ত জীবনের গতিপথকে করেছে আঁকাবাঁকা, বন্ধুর। অনিশ্চিত গন্তব্যে চলছে পথচলা। তাই জীবন-জীবিকার নিরীখে আত্মপরিচয়ের সংকট দূর হয়নি গত এক দশকে। স্বপ্ন, বিশ্বাস, নিঃসঙ্গতা, প্রেম-প্রণয়, হতাশাব্যর্থতা এবং জীবনের জটিলতা তার লেখার মূল উপজীব্য। অনিন্দিতা উৎপল হাসানের দ্বিতীয় প্রকাশিত গ্রন্থ।