Loading...
উপমা তালুকদার
লেখকের জীবনী
উপমা তালুকদার (Upoma Talukdar)

লেখকের জন্ম ২৮শে জুলাই নীলফামারিতে। এরপর বিভিন্ন জেলায় বেড়ে ওঠা। বাবার পৈতৃক নিবাস সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার নান্দিনামধু গ্রাম। মায়ের পৈতৃক নিবাস একই জেলার উল্লাপাড়া উপজেলার সোনতলা গ্রামে। তবে জীবনের বেশির ভাগ সময় কেটেছে ঢাকায়। সাধারনত ছোটোগল্প লেখেন।