নামেই বোঝা যায় এ কাব্যগ্রন্থের কেন্দ্রে রয়েছে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যাওয়া তৎকালীন বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালে যে দেশ স্বাধীনতা লাভ করেছে, সে দেশের এমন করুণ পরিণতি কবিকে প্রতি মুহূর্তেই পীড়িত করেছে। এ কাব্যগ্রন্থে ঠাঁই পাওয়া চন্দ্রনাথ বণিক আসলে শামসুর রাহমানেরই নামান্তর, আর চম্পকনগর রূপকের আড়ালে রয়েছে বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঢাকা, যে শহরে কবির জন্ম, বেড়ে ওঠা, জীবন-জীবিকা সবকিছু। মনসার মুহুর্মুহু আঘাতে জর্জরিত হওয়া চাঁদ সদাগর কবি নিজেই।
শুধু দেশ নয়, পরিবার, সমাজ ও পৃথিবী নিয়ে কবির ভাবনাও ফুটে উঠেছে এখানকার নানা কবিতায়। আরও আছে মধ্যবিত্তের দুর্দশার বর্ণনা, আছে ভূমিহীন কৃষকের যাতনা। নখদন্তহীন সুবিশাল হাতির মতো দাঁড়িয়ে থাকা আন্তর্জাতিক প্রতিষ্ঠান জাতিসংঘ নিয়েও লিখেছেন কবিতা: ‘জাতিসংঘ পরিণামহীন দেবতার মতো ডানা/ ঝাপটায় শূন্যতায়। জাতিসংঘের ফটক বন্ধ/ হলেও তৃতীয় বিশ্বে নবজাতকের নতুন চিৎকার বেজে/ উঠবে নিয়ত, শীর্ণ হাত প্রসারিত হবে ক্রমে/ সভ্যতার দিকে।’
শামসুর রাহমান এর উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 170.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। udbhot uter pithe choleche swodesh by Shamsur Rahmanis now available in boiferry for only 170.00 TK. You can also read the e-book version of this book in boiferry.