তারুণ্যের জোয়ার তাচ্ছিল্যের সাথে ছুড়ে ফেলতে চায় ছকবাঁধা জীবন। দুনিয়াকে উপভোগ করার উদাত্ত আহ্বানে জাহিলিয়াতের স্রোতে ভেসে বেড়ায় তারা। ভাসতে ভাসতে কেউ কেউ ডুবে যায় ব্যর্থতা ও হতাশার অতল গভীরে। কেউ বা গিয়ে পড়ে তরীহীন গভীর সমুদ্রে। ভেসে বেড়ায় দিকভ্রান্ত পথিকের মতন। তবে ক্ষতি যা হওয়ার, তা তো হয়েই যায়। লেখক চেষ্টা করেছেন সেই ক্ষতে একটুখানি ওষুধের প্রলেপ দিতে। অগ্নিকুণ্ডের লাভার দিকে ঝাঁকবেঁধে ছুটে চলা কিশোরী-তরুণীদের শাসনের সুরে লেখক বলতে চেয়েছেন—ওরে বোকা! ওটা আলো নয়, আগুন। ওখানে সুখ নেই কোনো, আছে দগ্ধ হওয়ার রসদ।
গদ্যে-পদ্যে-প্রবন্ধে অনবদ্য হয়ে উঠেছে বইখানি। আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থেকে হইহই করে জ্বলন্ত আগুনের দিকে ছুটতে থাকা একঝাঁক তরুণীকে তিনি ফেরাতে চেয়েছেন। লাগাম টানতে চেয়েছেন তাদের পদযাত্রায়। কখনো অনুযোগে, কখনো অনুরোধে, কখনো বা ধমকের সুরে।
বইয়ের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য, প্রতিটি পৃষ্ঠা যেন একেকটা জীবন্ত সত্তা। তারা কথা বলতে পারে। জীবনের উদ্দেশ্য সম্পর্কে উদাসীন, দুনিয়ার মোহে বুঁদ হয়ে থাকা, নাচ-গান নিয়ে মত্ত, ছন্নছাড়া, উচ্ছৃঙ্খল তরুণীদের উদ্দেশ্যেই এই বইখানা লেখা। যতটা উচ্ছৃঙ্খলই সে হোক না কেন, এই বই তাকে দু-দণ্ড স্থির হয়ে বসে ভাবতে বাধ্য করবে। তার মধ্যে কিঞ্চিত পরিমাণে হলেও অনুশোচনাবোধ জাগ্রত করবে। তার চোখ দুটো সামান্য হলেও অশ্রুসিক্ত করবে, ইন শা আল্লাহ।
Tumi Firbe Bole (Female Version),Tumi Firbe Bole (Female Version) in boiferry,Tumi Firbe Bole (Female Version) buy online,Tumi Firbe Bole (Female Version) by Zakaria Masud,তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন),তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) বইফেরীতে,তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) অনলাইনে কিনুন,জাকারিয়া মাসুদ এর তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন),Tumi Firbe Bole (Female Version) Ebook,Tumi Firbe Bole (Female Version) Ebook in BD,Tumi Firbe Bole (Female Version) Ebook in Dhaka,Tumi Firbe Bole (Female Version) Ebook in Bangladesh,Tumi Firbe Bole (Female Version) Ebook in boiferry,তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) ইবুক,তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) ইবুক বিডি,তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) ইবুক ঢাকায়,তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) ইবুক বাংলাদেশে
জাকারিয়া মাসুদ এর তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 231.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Tumi Firbe Bole (Female Version) by Zakaria Masudis now available in boiferry for only 231.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন |
হার্ডকভার | ১৯১ পাতা |
প্রথম প্রকাশ |
2021-02-01 |
প্রকাশনী |
সাবিল পাবলিকেশন |
ISBN: |
|
ভাষা |
বাংলা |
ক্রেতার পর্যালোচনা
1-3 থেকে 3 পর্যালোচনা
-
পর্যালোচনা লিখেছেন 'Ayesha Shiddika'
📔শুরু করার আগেঃ
বইটি লিখিত হয়েছে মুলত দ্বীনহারা পথিককে দ্বীনের পথে ফিরিয়ে আনার জন্য। আজ উম্মাহের নারী সমাজ দিক ভ্রান্ত। তাদের কাছে আজ জীবন মানে পশ্চিমাদের অনুসরণ করা তাদের মতো হওয়ার এক দারুণ প্রতিযোগিতায় নেমেছে আজ আমাদের নারী সমাজ।তাদের কে সঠিক পথের দিকে ফিরিয়ে আনার জন্য লেখকের এই প্রচেষ্টা।
📕বইয়ের বিষয়বস্তুঃ
"তুমি ফিরবে বলে" বইটা বোনদের দ্বীনের পথে ফেরানোর জন্য এক দারুণ প্রচেষ্টা ইনশাআল্লাহ লেখক যেভাবে লিখেছেন ইন শা আল্লাহ হাজার হাজার বোনেরা হিদায়ত পাবে।ইন শা আল্লাহ্
📖 বইয়ের ফ্ল্যাপ থেকেঃ
1️⃣আমাদের সবার মধ্য এমন একটা গোস্তপিন্ড আছে যা শুদ্ধ থাকলে পুরো শরীর শুদ্ধ থাকে এবং তা কলুষিত হলে পুরো শরীর কলুষিত হয় তা হলো অন্তর।
2️⃣আমাদের উচিত হারাম থেকে দুরে থাকা কারণ তাতে কোনো শান্তি নেই। রবের অবাধ্যতায় কি কখনো শান্তি থাকতে পারে?
3️⃣হারাম সাময়িক প্রশান্তি দেয় ঠিক কিন্তু পিপাসা লাগলে যেমন বিষ করো পান না ঠিক তেমন সাময়িক প্রশান্তির জন্য হারামে লিপ্ত হয়ে যেও না।
4️⃣দুনিয়াটা ক্ষণস্থায়ী। তাই দুনিয়ার দুঃখ-কষ্ট গুলোও ক্ষণস্থায়ী। এগুলো একদিন ঠিক ই ফুরিয়ে যাবে। কিন্তু আখিরাতের দুঃখ-কষ্ট গুলো ফুরোবে না কখনো।
5️⃣যারা ভাবে নারী পুরুষ সমান তাদের ভাবনা ঠিক না কারণ সৃষ্টি থেকে আমাদের রব আমাদের আলাদা ভাবে সৃষ্টি করছে।
📗পাঠ প্রতিক্রিয়াঃ
বইটা যেন এক জীবন্ত সত্তা।যার মধ্য দিয়ে লেখক বুঝাতে চেয়েছেন। আজকের এই দিক ভ্রান্ত উম্মাহ নারী সমাজকে।সঠিক পথ বলে দিতে চেষ্টা করেছেন।
বইটা শুরু করেছেন অসাধারণ ভাবে যখন বইটা পড়তে শুরু করি একের পর এক ভুল ভাঙ্গতে থাকে।নিজের কৃতকর্মের জন্য নিজের মধ্য অনুশোচনা বোধ জন্ম নেয়।নিজেকে ভুল গুলো থেকে বের করে আনার চেষ্টা করতে শুরু করি।
✒️লেখার মানঃ
লেখক অসাধারণ ভাবে লিখেছেন। তার লেখার মধ্য সরলতা প্রকাশ পেয়েছ।লেখার ভাষাও সহজ সাবলীল।তার লেখা প্রতিটি বাক্য ছিল উম্মাহকে সঠিক পথের সন্ধান দেওয়ার প্রচেষ্টা।
✍ব্যক্তিগত মতামতঃ
লেখক খুব অসাধারণ ভাবে প্রতিটি বিষয় লিখেছেন।খুব সুন্দর করে দিকভ্রান্ত উম্মাহ নারি সমাজকে দ্বীনের পথে চলার আহ্বান জানিয়েছেন।বইয়ের প্রতিটা বাক্য ছিল এক একটা তীর।যা প্রতিবার আমাদের আধুনিক পশ্চিমাদের অনুসরণ থেকে দূরে রাখার চেষ্টা করেছেন।আল্লাহ তার নেক ইচ্ছা পুরণ করুন তাকে নেক হায়াত বৃদ্ধি করুন আমিন।
June 28, 2022
-
পর্যালোচনা লিখেছেন 'Firoza Ayat'
পথিক! তোমায় আলোর পথে ডাকছি আমি। এ পথে কোনো আলোআঁধারি খেলা নেই। কালোছায়ার ভীতি নেই।নেই আঁধারের বাদুড়ের কোনো উৎপাত।এখানে চারিদিকে কেবলই আলো আর আলো। আলো থেকে ছিটকে পড়া রশ্মি গুলো তোমায় ডাকছে হাতছানি দিয়ে।আলোক আভা তোমার সাথে আলিঙ্গন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।এ পথে হাঁটলে তুমি কখনো পথ হারা হবে না।হারিয়ে যাবে না চোরাবালির অতল তলে।এখানে কেবল শান্তি আর শান্তি।সুখ আর সুখ।এ পথে চলতে থাকলে নিশ্চিন্তে—নির্ভয়ে পৌঁছে যাবে এর শেষ প্রান্তে। এর শেষটা যে মিশে আছে জান্নাতে।
তুমি ফিরবে না?
ফেরার জন্য লেখকের কি আকুতিভরা আহবান,
তুমি ফিরবে বলে একটি আহবান,আলোর পথে ফেরার আহবান, আমাদের রবের দিকে ফেরার আহবান! আল্লাহর পথে প্রত্যাবর্তনের আহবান!
চিরস্থায়ী বন্দোবস্তের জান্নাতের আহবান!
কিছু কিছু বই আছে যা পাঠকের সাথে সরাসরি কথা বলতে পারে।মনে হয় যেন প্রতিটি কথা আমাকেই বলা হয়েছে।বক্ষমান বইটি তেমনি একটি দৃষ্টান্ত। সবথেকে মজার বিষয় বারংবার পাঠকদের মনোযোগ ফেরানোর দারুণ একটা কৌশল ছিল বইটিতে।সর্বমোট ১৫ টি গল্প নিয়ে ১৯০ পৃষ্ঠায় সজ্জিত হয়েছে বইটি৷বইটির প্রচ্ছদের দিকে তাকিয়েই একরাশ মুগ্ধতা দিলকাশ করে দেয় বইটি পড়ার আগ্রহ যেন বহুগুণ বাড়িয়ে তোলে।
চলুন বইটির গল্প গুলোর নাম জেনে নেওয়া যাকঃ
১. চাঁদের আভা ছড়িয়ে যাবে তোমার হৃদয়গগনে
২.ডুবিয়ে তরী ঝাঁপিয়ে পড়ি
৩.এটার নামই জীবন?
৪.খুলো তবে হৃদয়নন্দনদ্বার
৫.সেই সে বিভাবরী
৬.মৃত্যুকে তুমি সুন্দর করিয়াছ!
৭.কাছে আসার গল্প
৮.ফারাক সবিস্তর সকল কাজে
৯.লজ্জা ঈমানের অঙ্গ
১০.চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
১১.ঘরনি হও, জান্নাত পাবে
১২.স্বাধীনতার সুখ
১৩.আসমানি বিবরণ
১৪.তবুও অনেক দেরি হয়ে যাবে
১৫.তুমি ফিরবে বলে
বক্ষমান গ্রন্থটিতে লেখক আমাদের বোনদের
পর্দা, ফ্রী মিক্সিং ইত্যাদি বিষয় খুব সুন্দর, সাবলীল ভাষায় তুলে ধরেছেন। আমার বোনদের আল্লাহর মনোনীত এবং আমাদের নবীজি সাঃ এর প্রদর্শিত দ্বীনের উপর ফিরিয়ে আনার কি সুন্দর প্রয়াস দেখিয়েছেন তা আপনি বইটি পড়লে বুঝতে পারবেন।এমন কিছু উদাহরণ তিনি দিয়েছেন যা বাস্তব থেকে নেওয়া এবং আমাদের কাছে খুবই পরিচিত।
দুনিয়ামুখী হয়ে আমরা যেসব তথাকথিত সেলিব্রিটিদের ফলো করি তাদের জীবনের নানা ভয়াবহ ঘটনা তুলে ধরা হয়েছে। বর্তমানে বোনেরা ভাবেন যে যতোটা উন্মুক্ত সে ততোটা স্মার্ট।
অথচ আমরা ভুলে যাই স্মার্টনেস লুকিয়ে আছে পরিপূর্ণ পর্দায়। নবীপত্নী আয়েশা,নবীপত্নী উম্মু সালামা, নবীকন্যা ফাতেমা, ইবরাহীম আঃ
এর স্ত্রী সারাহের জীবন উপলব্ধি করলে দেখতে পাবো কেমন ছিলেন তারা।তাদের আত্মসম্মানবোধ তাদের তাকওয়া তাদের লজ্জাশীলতা কোন পর্যায়ের ছিলো।পর্দাহীনতার ভয়াল থাবা যেভাবে আমাদের বোনদের গ্রাস করে নিচ্ছে তার থেকে পরিত্রানের জন্য ইসলামের আদর্শে নিজেদের জীবন কিভাবে পরিচালনা করতে হবে তার সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে বইটিতে।
বই পাঠের সেরা অনুভূতি হয়েছে লেখক বারংবার হে বোন আমার! এই কথাটা দ্বারা কি আকুতিভরা দরদ মাখা ডাক দিয়েছেন।এই অনুভূতিকে ভাষাতে রুপ দান করার সাধ্য আমার নেই।
পরিশেষে বলতে চাই, হে আমার বোন!
আল্লাহর শপথ, নারীদের সম্মান বহু ঊর্ধ্বে!
চাকচিক্যময় দুদিনের দুনিয়ার এই মোহে পড়ে নিজেদের আখিরাত বিসর্জন দিও না। ফিরে আসো রবের ডাকে সাড়া দিয়ে।খুঁজে নাও তোমাদের সত্যিকারের আদর্শ, আন্তরিকভাবে তাওবা করো রবের দরবারে।তিনি কাউকে খালি হাতে ফেরান না।জাহিলিয়াতের যুগে তিনি যদি পাপাচারে লিপ্ত নরনারীকে ক্ষমা করতে পারেন আমরাও তার দয়া থেকে বাদ পড়বো না ইং শা আল্লহ।
বই পরিচিতিঃ তুমি ফিরবে বলে (ফিমেইল ভার্সন)
লেখকঃ জাকারিয়া মাসুদ
শারঈ সম্পাদকঃ হাফিজ আল মুনাদী
পৃষ্ঠা সংখ্যাঃ ১৯০
মুদ্রিত মূল্যঃ২৬৫ টাকা
প্রকাশনীঃ Sabil Publication
বাইন্ডিংঃ পেপার বাঁধাই
বইয়ের সংক্ষিপ্ত বিবরণঃমোটিভেশনাল
June 28, 2022
-
পর্যালোচনা লিখেছেন 'Md. Jashim Uddin'
নারী এক আজব জিনিস। যার হাসি, কান্না শুনলেও পুরুষ ফিতনায় পড়ে যায় ।সাহিত্যের ভাষায় নারী হাসিখুশি থাকলেও তাকে সুন্দর লাগে আর রাগ করলে আরো বেশি সুন্দর লাগে। ডং করলে না-কি মায়াবী লাগে। তাহলে নারীকে খারাপ লাগে কখন?? পুরুষদের জন্য নারীরা হচ্ছে চরম আকারের ফিতনা। নারী যেন লবনের মতো।সবকিছুতেই একটু না একটু লাগবেই।
এক টাকার শ্যাম্পু থেকে শুরু করে লাখ টাকার গাড়ি_ কোথায় নেই নারী?? খবর পাঠ কিংবা রিসিপশন, সবখানেই নারীর মুখচ্ছবি। ম্যাগাজিনের পাতায় পাতায় নারীকে যতটা উন্মুক্ত করে উপস্থাপন করা হয়, তার সিকিভাগও কী পুরুষকে করা হয়?? নায়করা সব সময় কমপ্লিট পরে থাকে, নায়িকারা খোলা রাখে বেশিরভাগ অঙ্গ ।কী শীত কী গরম, কাপড় খোলা রাখতেই হবে । এমন আঁটসাট পোশাক পরতে হবে, যেগুলো দিয়ে শরীরের অবয়ব বোঝা যায় । দেখাতে হবে অদেখা অঙ্গগুলো। নয়তো মার্কেট জমবে না । পণ্যের পশরা সাজতে পারবে না কর্পোরেটরা। জমবে না ক্যাসিনো কিংবা জুয়ার আড্ডা । নারী কী এতটাই কমদামি কোনো বস্তু?? আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার শপথ, নারীদের সম্মান বহু ঊর্ধ্বে । কিন্তু সেই সম্মানকে ধূলিসাৎ করেছি আমরা নারীরাই। নিজ হাতে গলা টিপে হত্যা করেছি নিজেদের আত্মসম্মানবোধকে। গায়রতহীন কাজ করতে দ্বিধাবোধ করি না একবারও । বাহারি রঙের বোরকা পরে পুুরুষদের আমাদের প্রতি আকর্ষণ বৃদ্ধি করেছি আরো।
নারী পুরুষ আলাদা আলাদা বৈশিষ্ট্যের অধিকারী। জন্মগতভাবেই উভয় লিঙ্গ পৃথক পৃথক বৈশিষ্ট্য নিয়ে বেড়ে ওঠে৷ সভ্যতার দোহাই দিয়ে সমান অধিকারের দিকে আহ্বানকারীরা চরম মিথ্যুক । ওরা মূলত কামুক পুরুষকে নারীদেহের স্বাদ অস্বাদন করার সুযোগ দেয় । জাস্ট ফ্রেন্ড থেকে শুরু করে বয়ফ্রেন্ড ওরা তোমার সৌন্দর্যের প্রত্যাশি । শুধু তোমার দ্বারা মজা উপভোগ করবে। প্রয়োজনে ব্যবহার করবে, সময় শেষে ছুড়ে ফেলে দিবে । প্রিয় বোন ক্ষণস্থায়ী সুখের স্বাদ অস্বাদন করিয়ে ওরা তোমার থেকে চিরস্থায়ী সুখ কেড়ে নিতে চায়৷ দাজ্জালের অনুসারী বানিয়ে নারীদের ধ্বংসের দিকে ঠেলে দেওয়াটাই ওদের মূল এজেন্ডা । সেই সর্বনাশা বিপদ থেকে তোমায় সর্তক করছি । এখনো সময় আছে, সাবধান হও। নিকষ কালো আঁধারের পথে হাটছো তুমি । বিন্দুমাত্র আলো নেই সেখানে, যতই পাড়ি দিবে, ততই হারিয়ে যাবে অন্ধকারে । তোমার সতীত্ব বিসর্জন হয়ে যাবে । ফিরে এসো সেই পথ থেকে। তোমার জন্য জিনাত অপেক্ষা করছে । তুমি ফিরবে না??
#নারী এক্টিভিটি আরো একটি বই । বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা । খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপনা করেছে । নজর কড়া । কয়েকটা বানান ভুলও আছে । সবমিলিয়ে বলবো মাধুর্যপূর্ণ একটি বই । প্রত্যেক বোনদের জন্য রিমাইন্ডার সরূপ।
অসতী নারীকে কেউই বিয়ে করতে চায় না । এখন যে যুবক প্রবঞ্চনা করে ধোঁকা দেয়, সেও তাকে ছেড়ে চলে যায় এবং সে অন্য কোনো সতী নারীকে বিয়ে করে । কেননা সেও চায় না তাঁর গৃহকত্রী একজন পতিতা হোক। তার সন্তানের মা একজন পতিতা হোক ।
July 05, 2022
লেখকের জীবনী
জাকারিয়া মাসুদ (Zakaria Masud)
জাকারিয়া মাসুদ
আমি জাকারিয়া মাসুদ সত্যের আলাের সাথে পরিচিত হই ২০১১ সালে৷ লেখালিখির হাতেখড়ি ২০১৬ সালের মাঝামাঝি সময়ে৷ সত্যের আলাে থেকে যে শিক্ষা পেয়েছি, তা-ই ছড়িয়ে দেওয়ার ইচ্ছে থেকে লেখালিখিতে আসা৷ আমার প্রথম বই “সংবিৎ', দ্বিতীয় বই ‘ভ্রান্তিবিলাস', তৃতীয় বই ‘তুমি ফিরবে বলে। সহলেখক হিসেবে কাজ করেছি ‘সত্যকথন’ ও ‘প্রত্যাবর্তন' বই দুটোতে৷ আর... থাক না কিছু অজানা৷ আমাদের চারপাশে তাে কত ঘটনাই ঘটে যাচ্ছে, আমরা কি সবই জানি?