Loading...

তিনিই আমার রব (পেপারব্যাক)

সম্পাদক: আব্দুল্লাহ মজুমদার

স্টক: স্টকে আছে (৫০ এর বেশি কপি আছে)

২৯০.০০ ১৮৮.৫০

'তিনিই আমার রব' বইয়ের লেখকের কথাঃ
সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম প্রিয়তম নাবী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার সাহাবী রাযিয়াল্লাহু আনহুম এবং তার প্রিয়জনদের জন্য। এই বইটি মহান আল্লাহ তা`আলার কিছু নাম নিয়ে রচিত। মহা শক্তিধর আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম নিয়ে আমি এক দুর্বল, এক অক্ষম বান্দা, যার জ্ঞান সীমাবদ্ধ, তবুও আমি লিখেছি আমার মহাজ্ঞানী প্রতিপালক, মহান আল্লাহর জন্য।
বইটি আমি এমন ধাঁচে লেখার চেষ্টা করেছি, যেন সমাজের মধ্যম স্তরের লোকেরা বুঝতে পারে; অসুস্থ মানুষ বিছানায় শুয়ে, দুঃখী লোকেরা ছলছল চোখে, আর বিপদাপদের মাঝে একজন বান্দা যেন তা পড়তে পারে।
আমার দৃঢ় বিশ্বাস আছে, মহান প্রতিপালক আল্লাহ রব্বল আলামীনের সাথে নিজের অন্তরকে সম্পৃক্ত করা, তাঁর পরিচয় লাভ করা, তিনি যে আমাকে দেখছেন—এই ভাবনা জাগরুক রাখা, তাকে ভয় করা, তাঁর কাছেই কোনো কিছুর প্রয়োজনে আশা করা—এগুলো যেমন আখিরাতে সফলতা এনে দেয়, তেমনই দুনিয়াতেও প্রতিটি বিষয়ে আমাদের বিজয়ের দ্বার খুলে দেয়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যত দুশ্চিন্তা, দুর্ভাবনা, বিপদ—সবই কেটে যেতে পারে, যদি বান্দা তার সৃষ্টিকর্তার সাথে নিজের সংযোগ স্থাপনে গুরুত্ব দেয়—যিনি তাকে সৃষ্টি করেছেন শুধু তাঁর ইবাদাতের জন্যই।
আল্লাহর নান্দনিক নামগুলো হতে পারে 'ঈমানের বড়সড় একটি দরজা। এর ভেতর দিয়ে বান্দা এক বিশেষ পবিত্র জগতে প্রবেশ করে। যেখানে তার অন্তর আল্লাহর সম্মানে তাকে সিজদা করে এবং তাঁর ভয়ে, বিনম্র ভালোবাসায় তাঁরই অভিমুখী হয়।
এই বইয়ে আল্লাহর অসংখ্য গুণাবলির হাতেগোনা কয়েকটি দ্বারা আমি অক্ষম বান্দা তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছি। আর প্রথমে আমার নিজেকে এবং তারপর আমার দ্বীনী ভাইবোনদের জানাতে চেয়েছি যে, আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। তাঁর দয়ার ভাণ্ডার অফুরন্ত। তিনি সব কিছু শোনেন, স-অ-ব কিছু দেখেন।
এই বইয়ের মাধ্যমে আমি আমার সেই ভাইয়ের কাঁধে সমবেদনার হাত রাখতে চাই, যে দুঃখ-দুর্দশায় পতিত। আমি এমন ভাইয়ের মাথায় হাত বুলাতে চাই, যে তীব্র মাথাব্যথায় কাতর। এই বইয়ে আমার লেখা বর্ণগুলোতে আমি লুকিয়ে রেখেছি আমার বিনিদ্র রজনীর অশ্রুধারা। যা দ্বারা আমি নিভিয়ে দিতে চাই প্রত্যেকের অন্তরে প্রজ্বলিত বেদনার অগ্নিশিখা।
এই বই রচনার পেছনে আমার ভেতরে আরও যে বিষয়টি কাজ করেছে, সেটি হলো— আল্লাহর নামগুলো না জানলে তো আমরা মরুভূমিতে পথহারা লোকের মতো হয়ে যাব। মরুভূমির গনগনে রোদে আমাদের দিনগুলো, আমাদের প্রাত্যহিক ‘আমালগুলো ঝলসে যাবে। ফলে অন্তরে সারাক্ষণ বিরাজ করবে দুশ্চিন্তার কালো মেঘ।
তাই, আসুন, সবচেয়ে আপনজন হিসেবে আল্লাহকেই বেছে নিই। তাঁকে চেনা এবং জানার চেষ্টা করি। তাঁর ওপর ঈমান আনি। তাঁর ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করি। কেবল তাঁরই ইবাদাত করি। প্রয়োজনে তাঁরই সামনে নত হই। তাঁর নৈকট্য অর্জন করি। অবশ্যই আমরা সুখী হবো। আমাদের ভাগ্য খুলে যাবে।
অন্যথা আমাদের বেছে নিতে হবে ভ্রান্তি ও ভুলের পথ; যে পথে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে পদে পদে। যে পথে ক্লান্তি অনুভূত হয় ক্ষণে ক্ষণে। যে পথ ছিন্নভিন্ন করে মানুষের অন্তরাত্মা।
আমি এ দাবি করব না যে, বইটি জ্ঞানে পরিপূর্ণ অথবা অন্য সকল বইয়ের তুলনায় এটি ভালো। আমি শুধু আল্লাহর প্রতি আমার নির্ভরতা, আমার অক্ষমতা ও ভুল-ভ্রান্তি স্বীকার করে নেবো।
এই বইয়ে যদি ভালো কিছু থাকে, তবে এটিই চাইবো—তা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মাঝে ছড়িয়ে দেন। আর যদি অন্য কিছু থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জানেনই যে, ভুল আমার পক্ষ থেকেই হয়েছে। আর আমি এও জানি, তিনি ক্ষমা করে থাকেন।
আল্লাহর কাছে চাই নিয়্যাতের বিশুদ্ধতা, কলম ও অন্তর থেকে উদ্ভূত ভুল-ত্রুটির
সূচিপত্রঃ

আস-সামাদ তথা স্বয়ংসম্পূর্ণ..........১৭
আল-হাফীয তথা মহারক্ষক..........৩১
আল-লাতীফ তথা সূক্ষ্মদর্শী..........৪৯
আশ-শাফী তথা আরােগ্যদাতা..........৫৯
আল-ওয়াকীল তথা পরম নির্ভরযােগ্য..........৭৫
আশ-শাকূর তথা গুণগ্রাহী..........৯১
আল-জাব্বার তথা মহিমান্বিত..........১০৯
আল-হাদী তথা পথপ্রদর্শক..........১২১
আল-গাফুর তথা মহা-ক্ষমাশীল..........১৩৩
আল-কারীব তথা নিকটবর্তী..........১৪৭
উপসংহার..........১৬৩

Tinie Aamar Rob,Tinie Aamar Rob in boiferry,Tinie Aamar Rob buy online,তিনিই আমার রব,তিনিই আমার রব বইফেরীতে,তিনিই আমার রব অনলাইনে কিনুন,9789843445759,Tinie Aamar Rob Ebook,Tinie Aamar Rob Ebook in BD,Tinie Aamar Rob Ebook in Dhaka,Tinie Aamar Rob Ebook in Bangladesh,Tinie Aamar Rob Ebook in boiferry,তিনিই আমার রব ইবুক,তিনিই আমার রব ইবুক বিডি,তিনিই আমার রব ইবুক ঢাকায়,তিনিই আমার রব ইবুক বাংলাদেশে,Tinie Aamar Rob by Shaikh Ali Jabir Al-Fayfe,শাইখ আলী জাবির আল-ফাইফি এর তিনিই আমার রব
শাইখ আলী জাবির আল-ফাইফি এর তিনিই আমার রব এখন পাচ্ছেন বইফেরীতে মাত্র 195.00 টাকায়। এছাড়া বইটির ইবুক ভার্শন পড়তে পারবেন বইফেরীতে। Tinie Aamar Rob by Shaikh Ali Jabir Al-Fayfeis now available in boiferry for only 195.00 TK. You can also read the e-book version of this book in boiferry.
ধরন পেপারব্যাক | ১৬৪ পাতা
প্রথম প্রকাশ 2018-02-01
প্রকাশনী সমকালীন প্রকাশন
ISBN: 9789843445759
ভাষা বাংলা

ক্রেতার পর্যালোচনা

5
1 reviews

1-3 থেকে 3 পর্যালোচনা

  • পর্যালোচনা লিখেছেন 'Md. Jashim Uddin'
    আমাদের জীবনে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে। তাদের সহায়তা আমাদের অনেক পরিবর্তন ঘটে। আমি যখন কোনো কবিতা বা ছোট গল্প লিখি তখন তিনি আমাকে বলে এসব কখন বাস্তবে সম্ভব নয়। ইসলামিক বই পড়। ইসলামিক বিষয়ে উপর জানার চেষ্টা কর।দেখবে তোমার জানার পরিধি বাড়তে থাকবে।যেটার কোনো অস্তিত্ব নাই ওইটা নিয়ে ভেবে কোনো লাভ আছে বল।বরং এসব ভাবার মধ্যে দিয়ে তোমার মাঝে হতাশা আর বিষন্নতা কাজ করবে। যে মেয়েটা দুই-তিন মাসে দুটো বই পড়ার সময় পায়নি। (সে এক দফায় যে বইটির অর্ধেক পড়া শেষ করে সেই বইটি হলো- তিনিই আমার রব।) ★তিনিই আমার রব- বইটি এক বসায় পড়ার মতো হলেও আমি এক বসায় পড়তে পারি নি। বইয়ের এমন কিছু লাইন আছে, যেগুলো পড়ার পর ভালোমতো চিন্তা করার জন্য কিছু সময় দরকার ছিলো। বইটি আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার ১০ টি গুণবাচক নামের মর্মার্থ নিয়ে লিখা। লেখক কুর'আন-হাদীসের উদ্ধৃতি দিয়ে আল্লাহর গুণবাচক নামগুলোর তাৎপর্য ব্যাখ্যা করেন। আল্লাহকে চেনার, আল্লাহ সম্পর্কে জানার জন্য এই বইটা পাঠকের সামনে নতুন দ্বার উন্মোচন করবে। লেখকের মতে- আল্লাহর নামগুলো না জানলে তো আমরা মরুভূমিতে পথহারা লোকের মতো হয়ে যাব। মরুভূমির গনগনে রোদে আমাদের দিনগুলো, আমাদের প্রাত্যহিক 'আমলগুলো ঝলসে যাবে। ফলে অন্তরে সারাক্ষণ বিরাজ করবে দুশ্চিন্তার কালো মেঘ। তাই, আসুন, সবচেয়ে আপনজন হিসেবে আল্লাহকে বেছে নেই। ★অনুবাদকের কিছু অনুবাদের সাথে আগে থেকেই পরিচয় ছিলো। তাঁর ফেসবুক ওয়ালে বেশিরভাগ লেখাগুলোই অনুবাদ। অনুবাদকের অনুবাদ পড়ে প্রায় সময়ই মনে হয়, এতো 'মিষ্টি' করে কিভাবে অনুবাদ করা যায়? তা-ও আবার পরিমিত পরিমাণ মিষ্টি! এই বইতে অনুবাদক তাঁর দক্ষতার পরিচয় দিয়েছেন। মৌলিক বই আর অনুদিত বইয়ের পার্থক্য এখন অনেকটা কমে আসছে। এই বইটা পড়ার সময়ও মনে হয়নি, কোনো অনুদিত বই পড়ছি। কিছু কথা আছে যেগুলো শুনলে শরীরের লোম খাড়া হয়ে যায়, কিছু লেখা আছে যেগুলো পড়লে মনে হয় লেখাটি অন্তরে তীরবিদ্ধ করলো। হৃদয় আন্দোলিত করার মতো বেশ কিছু লাইন এই বইতে আছে। চিরন্তন অভ্যাসানুযায়ী পছন্দের লাইনগুলো নোট করতে গেলে তো দেখা যাবে মোটামুটি অর্ধেক বই নোট করতে হবে! আপনি যখন দরজা বন্ধ করে তাঁর অবাধ্যতা করতে যান তখন তিনি দরজার নিচ দিয়ে অক্সিজেন প্রবেশ করিয়ে দেন যেন আপনি মরে না যান। "বলে দাও, হে আমার বান্দাগণ! যারা নিজ সত্তার উপর সীমালংঘন করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়াে না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল, পরম দয়ালু।" [ সূরা —আয্‌-যুমার ]
    June 29, 2022
  • পর্যালোচনা লিখেছেন 'Sanjida Meher'
    কিছু কিছু বই আছে যা পড়লে নিজের অজান্তেই অশ্রু গড়ায়। মনের ভেতর প্রশান্তি অনুভব হয়। আত্মশক্তি অর্জন করা যায়। আজকের আলোচিত বইটি তেমনই একটি বই। বইটির নামেই রয়েছে আবেগ মিশ্রিত অনুভূতি। “তিনিই আমার রব”। আমরা সকলেই জানি আল্লাহ তা'আলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যেসব নামের গুণাবলিতে আমরা তার ক্ষমতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। একেকটি নাম একেকটি বিষয় সম্পর্কে জানান দেয়। যেমন, আর রাজ্জাক- এর অর্থ আল্লাহ রিজিকদাতা। আল খালিক্ব- এর অর্থ আল্লাহ সৃষ্টিকর্তা। এর দ্বারা বুঝায় আল্লাহ তা'আলার গুণসমূহ। আজকের বইটিতে আলোচনা করা হয়েছে আল্লাহ তা'আলার সুন্দরতম ৯৯টি নাম থেকে ১০টি নাম নিয়ে।  প্রথম নামটি “আস সামাদ” তথা “স্বয়ংসম্পূর্ণ”। এর দ্বারা প্রথমেই আল্লাহ তা’আলা বুঝিয়ে দিচ্ছেন যে, তিনি কারো মুখাপেক্ষী নন উপরন্তু সকলেই তার মুখাপেক্ষী। দ্বিতীয় নামটি হলো “আল-হাফীয” তথা “মহারক্ষক” এর মাধ্যমে তিনি মানব সম্প্রদায়কে জানান দিচ্ছেন যে, তোমাদের বিপদেআপদে কেবল আমাকেই ডেকো। আমি চাইলেই তোমরা রক্ষা পাবে নয়তো কারো শক্তি নেই তোমাদেরকে রক্ষা করবে। তৃতীয় নামটি হলো “আল-লাতীফ” তথা “সূক্ষ্মদর্শী” অর্থাৎ তুমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কর্মকাণ্ডই ঘটাও না কেন আমি সবকিছু সম্পর্কেই জ্ঞান রাখি। অতঃপর?  অতঃপর এরকম আরও ৭টি সুন্দর নাম রয়েছে। যার অর্থের গভীরতা আমাদেরকে শিখাতে সক্ষম মহান আল্লাহ তা’লার শান সম্পর্কে। যা আমাদের প্রতিদিনকার জীবনের প্রতিটা ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। নামগুলো প্রত্যহ কীভাবে আমাদের সাথে জড়িত তা লেখক বিভিন্ন ঘটনার মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সে সাথে ব্যাখ্যা করেছেন আমাদের জীবনে আল্লাহ তা'আলার এই নামসমূহের প্রভাব কতখানি। ভাষার প্রাঞ্জলতা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। অহেতুক কোনো বাকবিতণ্ডা নেই, কলমের কালিতে সরলভাবে ফুঁটে উঠেছে রাব্বুল আলামীনের পরিচয়। যা আপনাকে নতুনভাবে রবের দিকে ধাবিত হবার আহবান জানায়। আপনার মন হতাশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকলে, নিজেকে একাকী মনে করলে এই বই আপনাকে আলোর পথ দেখাবে। রবের সাথে সখ্যতা ব্যতীত কেউ জান্নাত লাভ করতে পারবে না এমনকি ইহকালেও সুখ অর্জন করতে পারবে না। যেই সত্ত্বা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন সেই সত্ত্বাকে চেনাজানা এবং উপলব্ধি করা আপনার ঈমানের দায়িত্ব। প্রচ্ছদ থেকে অলংকরণ পরিপাটি সুন্দর। বানানের নির্ভুলতা পড়ার প্রতি আপনাকে মনোযোগী রাখবে। আল্লাহ তা'আলার সাথে নতুন করে পরিচিত হবার জন্য বইটি আপনার পড়া উচিত বলেই মনে করছি। দেখবেন বইটি পড়ার পর, রবকে জানার পর আপনার হৃদয়ের মলিনতা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। শান্ত স্নিগ্ধ মন নিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন ইনশাআল্লাহ।
    July 04, 2022
  • পর্যালোচনা লিখেছেন 'Sanjida Meher'
    বইয়ের নাম: তিনিই আমার রব লেখক: শাইখ আলী জাবের আল ফীফী হাফিজাহুল্লাহ প্রকাশনী: সমকালীন ________________________________________________ কিছু কিছু বই আছে যা পড়লে নিজের অজান্তেই অশ্রু গড়ায়। মনের ভেতর প্রশান্তি অনুভব হয়। আত্মশক্তি অর্জন করা যায়। আজকের আলোচিত বইটি তেমনই একটি বই। বইটির নামেই রয়েছে আবেগ মিশ্রিত অনুভূতি। “তিনিই আমার রব”। আমরা সকলেই জানি আল্লাহ তা'আলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যেসব নামের গুণাবলিতে আমরা তার ক্ষমতা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। একেকটি নাম একেকটি বিষয় সম্পর্কে জানান দেয়। যেমন, আর রাজ্জাক- এর অর্থ আল্লাহ রিজিকদাতা। আল খালিক্ব- এর অর্থ আল্লাহ সৃষ্টিকর্তা। এর দ্বারা বুঝায় আল্লাহ তা'আলার গুণসমূহ। আজকের বইটিতে আলোচনা করা হয়েছে আল্লাহ তা'আলার সুন্দরতম ৯৯টি নাম থেকে ১০টি নাম নিয়ে।  প্রথম নামটি “আস সামাদ” তথা “স্বয়ংসম্পূর্ণ”। এর দ্বারা প্রথমেই আল্লাহ তা’আলা বুঝিয়ে দিচ্ছেন যে, তিনি কারো মুখাপেক্ষী নন উপরন্তু সকলেই তার মুখাপেক্ষী। দ্বিতীয় নামটি হলো “আল-হাফীয” তথা “মহারক্ষক” এর মাধ্যমে তিনি মানব সম্প্রদায়কে জানান দিচ্ছেন যে, তোমাদের বিপদেআপদে কেবল আমাকেই ডেকো। আমি চাইলেই তোমরা রক্ষা পাবে নয়তো কারো শক্তি নেই তোমাদেরকে রক্ষা করবে। তৃতীয় নামটি হলো “আল-লাতীফ” তথা “সূক্ষ্মদর্শী” অর্থাৎ তুমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র যে কর্মকাণ্ডই ঘটাও না কেন আমি সবকিছু সম্পর্কেই জ্ঞান রাখি। অতঃপর?  অতঃপর এরকম আরও ৭টি সুন্দর নাম রয়েছে। যার অর্থের গভীরতা আমাদেরকে শিখাতে সক্ষম মহান আল্লাহ তা’লার শান সম্পর্কে। যা আমাদের প্রতিদিনকার জীবনের প্রতিটা ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত। নামগুলো প্রত্যহ কীভাবে আমাদের সাথে জড়িত তা লেখক বিভিন্ন ঘটনার মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সে সাথে ব্যাখ্যা করেছেন আমাদের জীবনে আল্লাহ তা'আলার এই নামসমূহের প্রভাব কতখানি। ভাষার প্রাঞ্জলতা আপনাকে মুগ্ধ করতে বাধ্য। অহেতুক কোনো বাকবিতণ্ডা নেই, কলমের কালিতে সরলভাবে ফুঁটে উঠেছে রাব্বুল আলামীনের পরিচয়। যা আপনাকে নতুনভাবে রবের দিকে ধাবিত হবার আহবান জানায়। আপনার মন হতাশায় অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকলে, নিজেকে একাকী মনে করলে এই বই আপনাকে আলোর পথ দেখাবে। রবের সাথে সখ্যতা ব্যতীত কেউ জান্নাত লাভ করতে পারবে না এমনকি ইহকালেও সুখ অর্জন করতে পারবে না। যেই সত্ত্বা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এবং নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে রেখেছেন সেই সত্ত্বাকে চেনাজানা এবং উপলব্ধি করা আপনার ঈমানের দায়িত্ব। প্রচ্ছদ থেকে অলংকরণ পরিপাটি সুন্দর। বানানের নির্ভুলতা পড়ার প্রতি আপনাকে মনোযোগী রাখবে। আল্লাহ তা'আলার সাথে নতুন করে পরিচিত হবার জন্য বইটি আপনার পড়া উচিত বলেই মনে করছি। দেখবেন বইটি পড়ার পর, রবকে জানার পর আপনার হৃদয়ের মলিনতা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। শান্ত স্নিগ্ধ মন নিয়ে সিজদায় লুটিয়ে পড়বেন ইনশাআল্লাহ।
    March 28, 2023
শাইখ আলী জাবির আল-ফাইফি
লেখকের জীবনী
শাইখ আলী জাবির আল-ফাইফি (Shaikh Ali Jabir Al-Fayfe)

শাইখ আলী জাবির আল-ফাইফি

সংশ্লিষ্ট বই